গত ২৪ ঘণ্টায় নৌ পুলিশের চলমান বিভিন্ন অভিযানে বিপুল পরিমাণে নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল,মাছ ও মাছের পোনা উদ্ধারসহ আটক ৯১ জন।
মঙ্গলবার (৯ এপ্রিল ) বিকালে নৌ পুলিশ হেডকোয়ার্টারের পুলিশ সুপার (ট্রেনিং,ক্যারিয়ার প্ল্যানিং অ্যান্ড মিডিয়া) কাজী নুসরাত এদীব লুনা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান,দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌ পথে নিরাপত্তা নিশ্চিতকরণে নৌ পুলিশ দেশব্যাপী বিভিন্ন অভিযান পরিচালনা করছে। গত ২৪ ঘণ্টায় নৌ পুলিশের বিভিন্ন অভিযানে এবং মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে মোট ১ কোটি ২৭ লক্ষ ৮৩ হাজার ৮শত ৭০ মিটার অবৈধ জাল,১ হাজার ০৪ শত ৭২ কেজি মাছ,বিভিন্ন প্রজাতির বাগদা রেনু পোনা ৫৯ হাজার পিস,৪ কেজি হরিণা চিংড়ি,৮ কেজি কাঁকড়া,৭৭ পিস বালি হাঁস,২টি লঞ্চ ও ১ টি ট্রাক জব্দ এবং ৯ টি ঝোপ ধ্বংস করা হয়।
এই অভিযানে আটক ৯১ জন আসামীর মধ্যে ২ জন আসামীর বিরুদ্ধে ১ টি মৎস্য মামলা রুজু,১১ জন আসামীর বিরুদ্ধে ৩ টি বেপরোয়া নৌযান গতি মামলা রুজু,৫৬ জন আসামী ও ২৮ টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে ২৮টি প্রসিকিউশন দাখিল,মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ১১ জন আসামীকে ৩৫৪০০ টাকা জরিমানা,৬ জন আসামীকে মুচলেকায় খালাস প্রদান এবং ৫ জন আসামীকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।
গতকাল বরিশাল অঞ্চলধীন পূর্ব ইলিশা সদর নৌ থানা ভোলা কর্তৃক একটি মৃতদেহ উদ্ধার পূর্বক অপরাধজনক নরহত্যার মামলা রুজু করা হয়।
উল্লেখ্য,জব্দকৃত অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে,মাছ এতিমখানায় বিতরন এবং মাছের রেনু পোনা পানিতে অবমুক্ত করা হয়েছে।
ডিআই/এসকে