
ব্রাহ্মণবাড়িয়া কারাগারের তিন শতাধিক কারাবন্দিকে ঈদ উপহার দিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
রবিবার (৭ এপ্রিল) দুপুরে তিনি কারাগারে গিয়ে বন্দিদের হাতে এসব উপহার তুলে দেন। মন্ত্রী ব্যক্তিগত উদ্যোগে ২০০ পুরুষ বন্দিকে লুঙ্গি ও ১০০ নারী বন্দিকে শাড়ি এবং নারীদের সঙ্গে থাকা ৯ জন শিশুকে নতুন পোশাক দিয়েছেন।
ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, জেল সুপার মো. শহিদুল ইসলাম, মহিলা আওয়ামী লীগ নেত্রী অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত, স্বেচ্ছাসেবক লীগ নেতা এম সাইদুজ্জামান আরিফ প্রমুখ উপস্থিত ছিলেন। বন্দিরা নতুন পোশাক পেয়ে খুব খুশি হন।