
ডেস্ক রিপোর্ট:
মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশবাসী ও বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সন্মিলিত সামাজিক আন্দোলন । দেশের ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষদের সকল প্রকার অন্যায়, অনাচার, হানাহানি ও কুসংস্কার পরিহার করে শান্তির ধর্ম ইসলামের চেতনাকে ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনের সকল স্তরে প্রতিষ্ঠার আহ্বান জানান তাঁরা ।
আজ সোমবার ঈদুল ফিতর উপলক্ষ্যে সংগঠনের দপ্তর সম্পাদক বিপ্লব চাকমার পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।
সম্মিলিত সামাজিক আন্দোলন সভাপতি অধ্যাপক ড, সৈয়দ আনোয়ার হোসেন নির্বাহী সভাপতি অধ্যাপক রোবায়েত ফেরদৌস ও সাধারণ সম্পাদক সালেহ আহমেদ বিবৃতিতে বলেন, দেশের সংখ্যা গরিষ্ঠ মুসলিম সম্প্রদায় দীর্ঘ একমাস সিয়াম সাধনার মধ্য দিয়ে মহাম স্রষ্টার নির্দেশিত আত্মত্যাগের বিনিময়ে মহান স্রষ্টার আনুকূল্য লাভের সূযোগ লাভ করেন, মূলত পবিত্র ঈদুল ফিতর ফি বছর ফিরে আসে ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে, এই আনন্দে সকল মানবজাতির মধ্যে ছড়িয়ে দেয়ার যে দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে যুগে যুগে, আজকের এই দিন ইতিহাসের সমুজ্জ্বল প্রদীপের ধারামাত্র। ঈদের পবিত্রতায় সমাজ, রাষ্ট্রে, পরিবার ও ব্যক্তিজীবনে শান্তি, সমৃদ্বি বহে আনুক, সকলের জন্য ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক, সম্প্রীতির বার্তা সবার মাঝে ফিরে আসুক, শোষণ, বৈষম্য, সাম্প্রদায়িক অপশক্তির বিলীন হোক এই প্রত্যাশায় পরিপূ্র্ণ ঈদ পালিত হোক।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। হিংসা-বিদ্বেষ ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। ঈদ ধনী-গরিব নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে। ঈদের আনন্দ আমাদের সবার।
তারা আরো বলেন, ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন পরিব্যাপ্তি লাভ করুক-এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা। হাসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক। বিশ্বের সকল মানুষের সুখ-শান্তি, কল্যাণ ও উত্তরোত্তর সমৃদ্ধি হোক মহান আল্লাহর কাছে এই প্রার্থনা করে বলেন,‘পবিত্র ঈদুল ফিতরের তারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট বাংলাদেশ ও মুসলিম উম্মার উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও অব্যাহত শান্তি কামনা করে বলেন, মহান আল্লাহ আমাদের সহায় হোন। ঈদুল ফিতর উপলক্ষে জনগণসহ বিশ্ববাসীর শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য ও সুখী জীবন কামনা করেন তারা।