
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট সরাইল উপজেলা কমিটির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৭ এপ্রিল) সন্ধ্যায় সরাইল উপজেলা ভূমি অফিস সংলগ্ন কেন্দ্রীয় সমবায় অফিস পরিচালিত বাংলা ক্যাফে এন্ড রেস্টুরেন্টে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট সরাইল উপজেলা কমিটির সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এই সময় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট ব্রাহ্মণবাড়িয়া জেলার আহবায়ক মোঃ জিয়াউর রহমান হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শাহিন আলম চৌধুরী সাধারণ সম্পাদক, বিক্রয় প্রতিনিধি জোট কসবা উপজেলা।
এছাড়া অতিথি হিসেবে উপস্থিত সরাইল সাংবাদিক পরিষদের সহ-সভাপতি মোঃ কামাল পাঠান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শওকত আলী ও অর্থ সম্পাদক মুরাদ আল হাসান, বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট সরাইল উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ সংগঠনের নেতৃবৃন্দ ও সকল বিক্রয় প্রতিনিধি সদস্যরা উপস্থিত ছিলেন।