
নোয়াখালী জেলার অন্তর্গত দ্বীপ উপজেলা হাতিয়ায় ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর পাঠানো ঈদ উপহার চাল বিতরণ করাকালে উপজেলার ইউনিয়ন গুলোর কার্যালয়ে উপকারভোগীদেল উপচে পড়া ভিড়। ৮ এপ্রিল (রোজ সোমবার) উপজেলা হাতিয়ার বিভিন্ন ইউনিয়নে সরজমিনে গেলে দেখা যায় এমন চিত্র গুলো।
এসময় কথা হয় উপকার ভোগী হতদরিদ্র সাধারণ মানুষের সাথে। প্রথমে বুড়িরচর ইউনিয়নের কর্যালয়ে গেলে দেখা মেলে চেয়ারম্যান মোঃ ফখরুল ইসলামের সাথে, এসময় তিনি জানান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা ৬ আসনের সাংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আলীর দিক নির্দেশনায় প্রতিটি এলাকায় গরীবদের চিহ্নিত করে প্রধানমন্ত্রী দেওয়া ঈদ উপহার ১০ কেজি করে চালের কার্ড পৌঁছানো হয়। আর সেই সুত্র ধরেআজ সকাল থেকে উপকার ভোগীদের মধ্যে এ চাল বিতরণ করা হয়।
এছাড়াও উপজেলার সোনাদিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে গেলে কথা হয় উক্ত ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মেহেদী হাসান এর সাথে, এসময় তিনি উপকার ভোগী হতদরিদ্রের মাঝে চাল বিতরণ উদ্বোধন করেন।
পরে ১০নং জাহাজমারা ইউনিয়নে গেলে কথা বেশ কয়েকজন উপকার ভোগীদের সাথে, এসময় রহিমা(৪৫)নামে এক উপকারভোগী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানা,
আবুল কালাম (৫০) নামে এক অটোরিকশা চালক বলেন, খুব কষ্টে আছি, সবকিছুর দাম বেশি,এবার ঈদে প্রধানমন্ত্রী উপহার ১০কেজি চাল পেয়ে আমি খুশি।তবে দেখা মেলেনি ইউনিয়ন চেয়ারম্যান এর সাথে।
হাতিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও সুরাইয়া আক্তার লাকী এর সাথে আলাপ করলে তিনি বলেন, প্রতিটি ইউনিয়নে যথাসময়ে প্রধানমন্ত্রীর উপহার চাল পৌছানো হয়েছে। একযোগে উপজেলার প্রত্যেক ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড গুলোর সমন্বয়ে উপকারভোগী হতদরিদ্রের মাঝে চাল বিতরণ করা হচ্ছে।