
পিরোজপুরের নাজিরপুরে মারপিট করে টাকা ছিনতাই করার অভিযোগ পাওয়া গেছে। এনিয়ে সোমবার ৮ এপ্রিল ভুক্তভোগী মো: কামরুল ইসলাম ২ জনকে অভিযুক্ত করে নাজিরপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন। ঘটনাটি ঘটেছে উপজেলার উত্তর বানিয়ারি গ্রামে।
মোঃ কামরুল ইসলাম উপজেলার পূর্ব বানিয়ারী গ্রামের মৃত আফজাল শেখের ছেলে। অভিযুক্ত ২ জন একই এলাকার রাজু সিকদার (৩২),ও জাকির সিকদার (৪৫)।
অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় হেদায়েতের বাড়ি থেকে সকালে তাহার পাওনা টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন কামরুল শেখ। আগে থেকে ওৎ পেতে থাকা অভিযুক্তরা তাদের বাড়ির সামনে এলে তাহার মোরটসাইল থামিয়ে এলোপাতারি মারধর করে সাথে থাকা নগদ ৫০ হাজার টাকাসহ ৭০ হাজার টাকা দামের একটি চেইন গলা থেকে ছিনতাই করে নিয়ে যায় পালিয়ে যায়। বাদী নাজিরপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে এসে প্রাথমিক চিকিৎসা শেষে নাজিরপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন।
এদিকে অভিযুক্ত ওই দুই ব্যক্তি পালিয়ে যাওয়ায় তাহাদের বক্তব্য নেওয়া সম্ভব হচ্ছে না। তবে অভিযুক্ত রাজুর মা মাকছুদা খানম জানান, কামরুল আমার বংশের চাচাত ভাই, তাহাদের সাথে জমা-জমি নিয়ে বিরোধ আছে, আজ সকালে তা নিয়ে একটু হাতা-হাতি হয়েছে।এ বিষয়ে নাজিরপুর থানার মাটিভাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই মোঃ দেলোয়ার হোসেন জানান, অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।