
রাজবাড়ী জেলার বালিয়াকান্দী এলাকায় চাঞ্চল্যকর ১২ বছর বয়সী নাবালিকা শিশু ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামি সিরাজ শেখ’কে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানানো হয়।
সোমবার (৮ এপ্রিল) র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এম. জে. সোহেল এ তথ্য নিশ্চিত করেন।
এম.জে.সোহেল বলেন,গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধ নিয়ন্ত্রণে র্যাব ইতিমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল ৭ এপ্রিল বিকালে র্যাব-১০ এর দুইটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার মামলা নাবালিকা শিশু ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক প্রধান আসামি সিরাজ শেখ (৫৫)’কে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে তিনি বলেন, গ্রেফতারকৃত আসামি ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামি বলে স্বীকার করেছে। সে উক্ত মামলা রুজুর পর নিজেকে আইনের হাত থেকে বাঁচানোর জন্য রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল।
গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
ডিআই/এসকে