ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পিবিআইয়ের তিন পুলিশ সুপারকে রদবদল
পটুয়াখালীতে সড়ক দূর্ঘটনায় আনসার কমান্ডার নিহত
পাঁচবিবিতে আওলাই ইউনিয়ন জামায়াতের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত
আত্রাইয়ের কচুয়া মধ্যপাড়া ইসলামীক সম্মেলন
মিরসরাইয়ে পাঁচ বছরেও উদঘাটন হয়নি গৃহবধূ মুন্নী হ*ত্যার রহস্য , ক্ষুদ্ধ ভুক্তভোগী পরিবার
প্রয়োজনীয় সংস্কার করে যথা সম্ভব দ্রুত নির্বাচন দিতে হবে :অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার
কালিগঞ্জের বিষ্ণুপুরে কৃষকদলের উদ্যোগে ঈদ পুনর্মিলন ও সাংস্কৃতি সন্ধ্যা 
নওগাঁয় মাটিবাহি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু
ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের ঈদ পূর্ণমিলনী
কুয়াকাটা সৈকত দখল করে ঝুকিপূর্ণ মার্কেট নির্মানের অভিযোগ
কুড়িগ্রামে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন কুড়িগ্রাম দেখতে চাই শীর্ষক মতবিনিময় সভা
বোদায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সরাইলে অভিযানে ৩ হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৯
বাগমারায় চুরিকাঘাতে যুবকের মৃত্যু:ঘাতকে পিটিয়ে হত্যা করলো উত্তেজিত জনতা
নড়াইলে বিএনপি নেতা সান্টুর উপর ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

নিষিদ্ধ জঙ্গী সংগঠন ‘হিযবুত তাহরীর’র নেতা গ্রেফতার

সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি নিষিদ্ধ জঙ্গী সংগঠন ‘হিযবুত তাহরীর’র নেতা তৌহিদুল ইসলাম ওরফে তাওহীদ(২৫)’কে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গতকাল রবিবার র‌্যাব-২ ও র‌্যাব-৭ এর যৌথ অভিযানে চট্টগ্রামের খুলশী থানা এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।

সোমবার (৮ এপ্রিল) র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি শিহাব করিম এ তথ্য নিশ্চিত করেন।

শিহাব করিম বলেন,সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি নিষিদ্ধ জঙ্গী সংগঠন ‘হিযবুত তাহরীর’র নেতা তৌহিদুল ইসলাম ওরফে তাওহীদ কে ৭ এপ্রিল আনুমানিক ভোর ৪টার দিকে চট্টগ্রামের খুলশী থানা এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে গ্রেফতার করেছে র‌্যাব-২ ও র‌্যাব-৭। তৌহিদুল ইসলাম নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘হিজবুত তাহরীর’র দাওয়াতি বিভাগের দায়িত্বশীল সদস্য। তার বিরুদ্ধে রাজধানীর হাজারীবাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। সে দীর্ঘ দিন ধরে আত্মগোপনে থেকে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে চলে। আত্মগোপনে থেকে জঙ্গী সংগঠন ‘হিজবুত তাহরীর’র কার্যক্রম অব্যাহত রাখে। আসামির বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ইস্যু হওয়ার পর থেকে আসামিকে গ্রেফতার সংক্রান্তে কুমিল্লা জেলার লালমাই থানার অফিসার ইনচার্জ এর অধিযাচন পত্রের প্রেক্ষিতে র‌্যাব-২ আসামিকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-২ ও র‌্যাব-৭ এর বিশেষ আভিযানিক দল অভিযান পরিচালনা তাকে গ্রেফতার করে।

তিনি বলেন,জানা যায় যে,তৌহিদুল ইসলাম ২০১৬ সালে ঢাকায় একটি কলেজের ছাত্রাবস্থায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীর’র সাথে জড়িত হয়। পরবর্তীতে সে ঢাকা ছেড়ে চট্টগ্রাম চলে যায় এবং চট্টগ্রামে একটি ডেন্টাল ইউনিটে (বিডিএস) অধ্যয়নরত অবস্থায় উগ্র জঙ্গীবাদী বই প্রচার ও নওযুবক তথা তরুণ প্রজন্মকে জঙ্গিবাদে উৎসাহিত করে আসছিল এবং বিভিন্ন মসজিদে রাষ্ট্র ও সরকার বিরোধী লিফলেট বিতরণ ও দাওয়াতি কাজ করছিল। গ্রেফতারকৃত আসামির নিকট হতে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘হিযবুত তাহরীর’অন্যান্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলেও জানান তিনি।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা জেলার লালমাই থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ