
সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি নিষিদ্ধ জঙ্গী সংগঠন ‘হিযবুত তাহরীর’র নেতা তৌহিদুল ইসলাম ওরফে তাওহীদ(২৫)’কে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল রবিবার র্যাব-২ ও র্যাব-৭ এর যৌথ অভিযানে চট্টগ্রামের খুলশী থানা এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।
সোমবার (৮ এপ্রিল) র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি শিহাব করিম এ তথ্য নিশ্চিত করেন।
শিহাব করিম বলেন,সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি নিষিদ্ধ জঙ্গী সংগঠন ‘হিযবুত তাহরীর’র নেতা তৌহিদুল ইসলাম ওরফে তাওহীদ কে ৭ এপ্রিল আনুমানিক ভোর ৪টার দিকে চট্টগ্রামের খুলশী থানা এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে গ্রেফতার করেছে র্যাব-২ ও র্যাব-৭। তৌহিদুল ইসলাম নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘হিজবুত তাহরীর’র দাওয়াতি বিভাগের দায়িত্বশীল সদস্য। তার বিরুদ্ধে রাজধানীর হাজারীবাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। সে দীর্ঘ দিন ধরে আত্মগোপনে থেকে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে চলে। আত্মগোপনে থেকে জঙ্গী সংগঠন ‘হিজবুত তাহরীর’র কার্যক্রম অব্যাহত রাখে। আসামির বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ইস্যু হওয়ার পর থেকে আসামিকে গ্রেফতার সংক্রান্তে কুমিল্লা জেলার লালমাই থানার অফিসার ইনচার্জ এর অধিযাচন পত্রের প্রেক্ষিতে র্যাব-২ আসামিকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-২ ও র্যাব-৭ এর বিশেষ আভিযানিক দল অভিযান পরিচালনা তাকে গ্রেফতার করে।
তিনি বলেন,জানা যায় যে,তৌহিদুল ইসলাম ২০১৬ সালে ঢাকায় একটি কলেজের ছাত্রাবস্থায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীর’র সাথে জড়িত হয়। পরবর্তীতে সে ঢাকা ছেড়ে চট্টগ্রাম চলে যায় এবং চট্টগ্রামে একটি ডেন্টাল ইউনিটে (বিডিএস) অধ্যয়নরত অবস্থায় উগ্র জঙ্গীবাদী বই প্রচার ও নওযুবক তথা তরুণ প্রজন্মকে জঙ্গিবাদে উৎসাহিত করে আসছিল এবং বিভিন্ন মসজিদে রাষ্ট্র ও সরকার বিরোধী লিফলেট বিতরণ ও দাওয়াতি কাজ করছিল। গ্রেফতারকৃত আসামির নিকট হতে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘হিযবুত তাহরীর’অন্যান্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলেও জানান তিনি।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা জেলার লালমাই থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়।
ডিআই/এসকে