
বরগুনার বেতাগীতে অসচ্ছল, প্রতিবন্ধী, অসুস্থরোগী, বয়স্ক নারী ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ, ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।দেশের উপকূলীয় জনপদ বেতাগী প্রেসক্লাবের উদ্যোগে লন্ডনস্থ ভিত্তিক সেবামুলক প্রতিষ্ঠান আলজাইমার্স ডেমেনশিয়া গোবাল এইড লিমিটেড লি:‘র সহযোগিতায় বৃহস্পতিবার ইফতার সামগ্রী বিতরণ ও সন্ধ্যায় পৌর শহরের বিসমিল্লাহ মিনি চাইনিজ রেস্তোরায় এ বিশেষ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ও দোয়ামোনাজাত পরিচালনা করেন, সদ্য কোরআনে হাফেজ শিশু আরাফাত হোসেন। বেতাগী প্রেসক্লাব সভাপতি সাইদুল ইসলাম মন্টুর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, বেতাগী প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুস সালাম সিদ্দিকী, প্রেসক্লাবের সহ-সভাপতি আবুল বাসার খান, সাধারণ সম্পাদক মহসিন খান, যুগ্ম সম্পাদক আব্দুর রহীম , অর্থ সম্পাদক অলি আহমদ সহ বিভিন্ন গণমাধ্যমকর্মি ও সমাজের অন্যান্য পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় দেশ, জাতির অগ্রগতি ও মুসলিম উম্মার কল্যাণ কামনা ও বিদেহী আত্মার রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।