ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ৪৯ নং ওয়ার্ডের কাউন্সিলর ও ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান নাঈম এলাকার অসহায়,দুস্থ ও গরীব মানুষের মাঝে ঈদ বস্ত্র বিরতণ করেছেন।
দক্ষিণখানের কাওলা,নামাপাড়া,বেপারীপাড়া এলাকায় রোববার (৭ এপ্রিল) বেলা ১১টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ঈদ বস্ত্র বিতরণ করেন।
ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য মো.খসরু চৌধুরী। এসময় তিনি বলেন,এমন অনুষ্ঠান আমরা বরাবরই করে থাকি। আমাদের প্রধানমন্ত্রী চান ক্ষুদা, দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে। তাই আপনারা আমাদের প্রধানমন্ত্রী,জাতির শেখ মজিবুর রহমান ও তার পরিবারের সকলের জন্য দোয়া করবেন। কারণ আপনাদের দোয়া আল্লাহ্ কবুল করেন।'
সংবাদ সম্মেলনে চাঁদাবাজি বন্ধের ঘোষণা ও প্রশাসনের একের পর এক অভিযানের পরও কিভাবে চাঁদাবাজি চলছে? এমন প্রশ্নের জবাবে সাংসদ খসরু চৌধুরী বলেন,'চাঁদাবাজ এত সহজেই শেষ হবে না। চাঁদাবাজদের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করেছি।' তিনি বলেন, 'বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দিয়েছিলেন। কিন্তু দেশ স্বাধীন করতে নয় মাস যুদ্ধ করতে হয়েছিল। মাত্র দু'মাস গেছে। আরো তিন চার মাস যেতে দেন। তারপর দেখবেন এদের অস্তিত্ব থাকবে না। আবার যারা চাঁদাবাজি করতে পারতেছে না বা পারবে না,তারাই দেখবেন আবার আমাদের পিছনে লেগে গেছে।'
ডিএনসিসি'র কাউন্সিলর ও ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান নাঈম বলেন,'আমরা সব সময় গরীব,দুঃখী মানুষের সঙ্গে মিলেমিশে ঈদ উদযাপন করতে চাই। তাই প্রতি বছরই হতদরিদ্র, অসহায় মানুষদের মাঝে ঈদ আনন্দকে ভাগাভাগি করার জন্য সামর্থ্য অনুযায়ী ঈদ বস্ত্র বিতরণ করি।'
তিনি বলেন,'সকালে দক্ষিণখানের নামাপাড়া এলাকায় পাঁচশতাধিক,বেপারীপাড়ায় আট শতাধিক ও কাওলা জামতলা এলাকায় আমার বাসার সাথের খেলার মাঠে তিন হাজারের বেশি ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।'
ডিআই/এসকে