
খুলনা ডুমুরিয়া উপজেলার আঠারো মাইল চারা বটতলা নামক স্থানে (খুলনা – সাতক্ষীরা) মহাসড়কে ট্রাকের ধাক্কায় মোঃ তাজিমুল ইসলাম( ৯) নামের এক মাদ্রাসার ছাত্র নিহত হয়েছে ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে, সে উপজেলার মঠবাড়িয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র বলে জানা গেছে, দুর্ঘটনাটি ঘটেছে আজ রবিবার ৭এপ্রিল সকাল ১১ টায়,নিহত ছাত্রটি উপজেলা চুকনগর সদর ওয়ার্ডের আব্দুস সাত্তারের ছেলে তার পিতা চুকনগর বাইতুন নূর জামে মসজিদের ইমাম বলে জানা গিয়েছে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তাজিমুল ইসলাম সহ তার সহোদার অজ্ঞত এক ভাই সহ ২ জন বাইসাইকেল চালিয়ে চুকনগর থেকে ১৮ মাইল বাজারে দিকে যাচ্ছিলেন, পথিমধ্যে উপজেলার খুলনা – সাতক্ষীরা মহাসড়কের ১৮মাইল চারাবতলা নামক স্থানে পৌঁছালে ঘাতক ট্রাকটি তাদেরকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় ঘটনাস্থলে তাজিমুল ইসলাম গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুমেক হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে, অপর অজ্ঞাত ভাই প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে।
এই বিষয়টি নিশ্চিত করেন খর্নিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ হামিদ উদ্দিন তিনি বলেন ঘাতক ট্রাকটি ধাক্কা দিয়ে পালিয়ে যায় গুরুতর আহত তাজিমুল ইসলামকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত ছাত্রের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।