
“স্বাস্থ্য অধিকার নিশ্চিতে” কাজ করি একসাথে”। এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৪ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭এপ্রিল রবিবার সকালে জেলা সিভিল সার্জন এর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শেরপুরের সুযোগ্য সিভিল সার্জন ডাঃ অনুপম ভট্টাচার্য্য, উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আব্দল্লাহ আল খায়রুম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার) মোঃ খোরশেদ আলম, সুপারিন্টেন্ডেন্ট ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের ডাঃ মুহাম্মদ জসিম উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা শেরপুর সদর ডাঃ মোঃ মোবারক হোসেন।
আরও উপস্থিত থেকে মুল্যবান বক্তব্য রাখেন স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মোঃ জহিরুল আলম ও সহকারী স্বাস্থ্য পরিদর্শক তাহমিনা বেগম।
মেডিকেল অফিসার সিভিল সার্জন ডাঃ মোঃ আহসানুল হাবিব হিমেল এর উপস্থাপনায় উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন ডাঃ খায়রুল কবির সুমন, আবাসিক মেডিকেল অফিসার, জেলা সদর হাসপাতাল, সিনিয়র স্টাফ নার্সবৃন্দ, সিভিল সার্জন অফিসের কর্মকর্তা কর্মচারী বৃন্দ, সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়ের স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীগন উপস্থিত ছিলেন।