
বরগুনার আমতলীতে বড় ভাই কর্তৃক ছোট ভাই ও তার স্ত্রী কে মারধোর করায় বড় ভাইয়ের বিচার চেয়ে আমতলী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন উপজেলার পাতাকাটা গ্রামের মো. সেলিম সিকদারের ছেলে মো. সোহেল সিকদার।আমতলী থানায় দেয়া লিখিত অভিযোগে জানা যায়, পাতাকাটা গ্রামের সোহেল সিকদার ও তার বড় ভাই মো. শামিম সিকদারের মধ্যে পারিবারিক বিরোধ নিয়ে ৫ এপ্রিল বিকালে দু ভাইয়ের মধ্যে কথাকাটকাটি হলে এক পর্যায়ে বড় ভাই শামিম সিকদার ৭/৮টি মটর সাইকেলে অজ্ঞাত নামা কিছু লোক নিয়ে শামিম সিকদার ও তার স্ত্রী ডায়না বেগম ছোট ভাই সোহেল সিকদার, তার স্ত্রী সুমি বেগমকে মারধোর করে আহত করে।
বাড়ীর অন্য লোকজন চলে আসায় শামিম সিকদারের লোকজন তড়িঘড়ি করে বাড়ি ছেড়ে চলে যায় । স্থানীয়রা আহত সোহেল সিকদার, সুমা বেগমকে উদ্ধার করে আমতলী হাসপাতালে নিয়ে আসেন ।আমতলী হাসপাতাল সূত্রে জানা যায় আহতদের শরীরে বিভিন্ন স্থানে ফুলা ও পিঠানোর চিন্থ রয়েছে ।আমতলী থানার অফিসার ইনচার্জ ক্জাী সাখোয়াত হোসেন তপু জানান, এ
ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।