
বাংলাদেশ মানবাধিকার -BHR পটুয়াখালী জেলা শাখার উদ্যােগে মানবাধিকার বিষয় মতবিনিময় ও আলোচনা সভা এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৬ এপ্রিল শনিবার বিকালে আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান আঞ্চলিক সমন্বয়কারী-BHRপটুয়াখালী ও বরগুনা জেলা ” নতুন বাজারস্হ বাস ভবন” হল রুমে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান আঞ্চলিক সমন্বয়কারী- BHRপটুয়াখালী ও বরগুনা জেলা শাখা এর সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন BHR ‘র পটুয়াখালী জেলা শাখার সভাপতি এ্যাড,মোখলেচুুুর রহমান। এসময় রাশিদুল রাশেদ,সাংবাদিক মোল্লা নাসির উদ্দীন ও ফিরোজ আহমেদ’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন BHR পটুয়াখালী জেলা শাখার নির্বাহী সভাপতি এ্যাড, খন্দকার আবদুল হাই।
এছাড়া ও এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন, ডাঃ আনোয়ারুল হাফিজ,অধ্যাক্ষ আমিনুল ইসলাম সিরাজ, পটুয়াখালী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান কামরুন্নাহার ও জাহানারা বেগম। এসময় ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কুয়াকাটা পর্যটন নগরীর সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা হুমায়ুন কবির। উক্ত আলোচনা সভা ও দোয়া এবং ইফতার মাহফিলে BHR পটুয়াখালী জেলা শাখার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এদিকে একই সময় উক্ত ভ্যানুতে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন- IHRC জেনেভা’র বিশেষ এক সভা অনুষ্ঠিত হয়। এ সভার সর্ব সম্মতিক্রমে উক্ত কমিশনের পটুয়াখালী জেলা চ্যাপটার গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।