
বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচির অংশ হিসেবে শনিবার ( ৬ এপ্রিল ) বিকালে রাজধানীর রমনাস্থ কেন্দ্রীয় পুনাক কার্যালয়ের সামনে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
পুনাক সভানেত্রী ডা.তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী এবং পুনাকের অন্যান্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
ইফতার বিতরণকালে পুনাক সভানেত্রী বলেন,পুনাকের উদ্যোগে প্রতি বছর রমজানে গরিব-দুঃখীদের মাঝে ইফতার বিতরণ করা হয়। এবারও রমজানে সারা মাসব্যাপী ইফতার বিতরণ কার্যক্রম চলছে। পুনাক সদস্যাদের অর্থায়নে এ ইফতার বিতরণ করা হচ্ছে।
তিনি বলেন,চাঁদ রাতে গরিব-দুঃখীদের মাঝে খাবার বিতরণেরও উদ্যোগ নেওয়া হয়েছে।
পুনাক সভানেত্রী বলেন,মানুষকে সাময়িক সহায়তা নয়; একজন মানুষকে কিভাবে স্বাবলম্বী করা যায় সেজন্য আমরা পদক্ষেপ গ্রহণ করছি। এছাড়া বৃদ্ধাশ্রমে স্বাস্থ্য সুরক্ষা খাতে সেবা প্রদানের লক্ষ্যে ট্রাস্ট গনের উদ্যোগ নেয়া হচ্ছে।
গপথশিশুদের সাহায্য-সহযোগিতা করার জন্যও আমরা ঢাকায় পথশিশুদের বিভিন্ন স্কুলে যোগাযোগ করছি।
পুনাকের উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের পাশাপাশি রাজধানীর বিভিন্ন মাদ্রাসায়ও ইফতার বিতরণ করা হচ্ছে। রমজানের শেষ দিন পর্যন্ত ইফতার বিতরণ কার্যক্রম চলবে।
উল্লেখ্য,পুলিশ পরিবারের নারীদের সংগঠন পুনাক নিজস্ব গণ্ডির বাইরে বেরিয়ে সমাজের অসহায় ও দুস্থ মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছে। পুনাকের এ মানবিক উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হয়েছে।
ডিআই/এসকে