
খেপুপাড়াস্থ পটুয়াখালীতে অবস্থিত পেশাজীবীদের পরিচিতি সভা ও ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(০৫ এপ্রিল) আসর নামাজের পরে পটুয়াখালী চৌরাস্তা সংলগ্ন বাসমতি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুস সাত্তার, প্রফেসর এম নুরুল ইসলাম সাবেক অধ্যক্ষ -পটুয়াখালী সরকারি মহিলা কলেজ, মো: মুশফিকুর রহমান সাবেক কর্মকর্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থা, শিশির রঞ্জন হাওলাদার -সহযোগী অধ্যাপক পটুয়াখালী সরকারি কলেজ, মোঃ নাজমুল করিম-সহযোগী অধ্যাপক পটুয়াখালী সরকারি মহিলা কলেজ, মোঃ নাসির উদ্দিন-সহকারী অধ্যাপক আব্দুল করিম মৃধা কলেজ, মোহাম্মদ মাহবুব আলম পরিবহন ব্যবসায়ী, মোঃ মিজানুর রহমান অ্যাডভোকেট জজ কোর্ট পটুয়াখালী, মো: ফারুক হোসেন সহকারী অধ্যাপক পটুয়াখালী সরকারি মহিলা কলেজ, মোঃ হুমায়ুন কবির স্বত্তাধিকারী বাসমতি রেস্টুরেন্ট পটুয়াখালী, মো: নূরে আলম মুরাদ সিনিয়র শিক্ষক আইসিটি খেপুপাড়া নেছার উদ্দিন কামিল মাদ্রাসা, মো.গাজী-মুছা, মোঃ গিয়াস উদ্দিন রিপন প্রতিষ্ঠাতা ও পরিচালক পটুয়াখালী আইডিয়াল মাদ্রাসাসহ পটুয়াখালীতে অবস্থানরত কলাপাড়া উপজেলার পেশাজীবিরা।এ সময় বক্তারা সকলে সকলের প্রতি সহনশীল হয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।