
পটুয়াখালীর কুয়াকাটায় ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউটস সদস্যদের নিয়ে ১ দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(৬ এপ্রিল) দুপুর ১২টায় কুয়াকাটা ট্যুরিজম পার্কে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটস সভাপতি মো.রবিউল ইসলাম’র সভাপতিত্বে এবং জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.জিয়াউল হাসান সৌরভ’র সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্কাউটস সাধারণ সম্পাদক খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুল হক, ফাতেমা হাই মাধ্যমিক বিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষক মো.শাহ আলম, কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজ’র শরীর চর্চা শিক্ষক আবদুস সাত্তার, নুর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক উপজেলা স্কাউটস সদস্য মো.মোয়াজ্জেম হোসেন,মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.নাসির উদ্দিন, মুসুল্লিয়াবাদ এ কে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিন মো.মোসাব্বের, কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোসা. নুরুননাহার এবং মো.জসিম উদ্দিন। কর্মশালায় ঈদুল ফিতরের ছুটি উপভোগ করতে কুয়াকাটা সৈকতে আসা পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে স্কাউট সদস্যদের করনীয় নির্ধারনে আলোচনা করা হয়। এ সময় ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক বিএনসিস, রোভার স্কাউট এবং স্কাউটস সদস্যরা উপস্থিত ছিলেন।