
লক্ষ্মীপুরের রায়পুরে পৌরসভার উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ৪ হাজার ৬শত ২১ জন অসহায়, হতদরিদ্র ও দুঃস্থ পরিবারের মাঝে তিনব্যাপী ভিজিএফের চাউল বিতরণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। ৬ এপ্রিল ( শনিবার) সকালে রায়পুর পৌরসভা প্রাঙ্গণে পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাটের সভাপতিত্বে এ চাউল বিতরণ করা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, লক্ষ্মীপুর -২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরান খান সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এবং আওয়ামীলীগের নেতৃবৃন্দ।