৩১অক্টোবর জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ এর ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
৩০ অক্টোবর সোমবার বিকাল সাড়ে ৩ টায় দুমকি উপজেলা শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে জাসদের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালী পূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা জাসদের সভাপতি জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট খন্দকার আঃ হাই।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা জাসদের সাধারন সম্পাদক শ.ম দেলোয়ার হোসেন দিলিপ ও যুগ্ম সাধারন সম্পাদক জালাল আহমেদ।
এসময়
দুমকি উপজেলা জাসদের সভাপতি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক কে.এম আনোয়ারুজ্জামান চুন্নু এর সভাপতিত্ব ও সাধারন সম্পাদক জাকির হোসেন হাওলাদারের সঞ্চালনায় আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ, দুমকি উপজেলা শাখার সহ দপ্তর সম্পাদক সৈয়দ জাকির হোসেন।
আরো বক্তব্য রাখেন দুমকি উপজেলা যুব জোটের আহবায়ক আরিফুর রহমান ফরাজী, দুমকি উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক মশিউর রহমান শহিদ প্রমুখ। শেষে দুমকি বাজারে একটি র্যালী বের করা হয়।