
বরগুনার আমতলীতে পৌরসভার উদ্যোগে ঈদগাহ মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদুল ফিতরের উপহারের চাল বিতরণ করা হয়েছে।
শনিবার (৬ এপ্রিল)সকাল থেকে বিকেল পর্যন্ত এসব চাল বিতরণ করা হয়। অতিদরিদ্র, অসহায় ,দুস্থ ও শ্রমজীবী ৪ হাজার ৬২১ পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। এর মধ্যে সরকারিভাবে ৪ হাজার ৬২১ পরিবার জন্য চাল বরাদ্দ থাকলেও মেয়রের ব্যক্তিগত তহবিল থেকে আরো ২ হাজার ৫০০ পরিবারের মধ্যে চাল দেওয়া হয়। চাল বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. আশ্রাফুল আলম প্রমুখ। আমতলী পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মতিয়ার রহমানের সভাপতিত্বে চাল বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছিলেন ট্যাগ অফিসার উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. সাইফুর রহমান, কাউন্সিলর মো. নজরুল ইসলাম . জিএম মুসা, মো. আবুল বাশার রুমি. মো. সেলিম রেজা টিটু মো.মোয়াজ্জেম হোসেন ফরহাদ. মো. মুসা মোল্লা, হোসেন সিদ্দিকি রেজওয়ান, মো. নুরুজ্জামান ও মো.লিমন মৃধা সংরক্ষিত আসনের কাউন্সিলর মোসাঃ মুকুল বেগম. ইসরাত জাহান লাভলী ও মোসাঃ ছালমা বেগমসগ সাংবাদিকসহ বিভিন্ন পর্যায়ে নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।