
কুড়িগ্রামের উলিপুর উপজেলার নবাগত নির্বাহী অফিসার মোঃ আতাউর রহমান সোমবার (৩০ অক্টোবর) উলিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।
এ সময় বিদ্যালয়ের কাব দল ও ছাত্রছাত্রীরা গান গেয়ে তাঁকে উষ্ণ অভিবাদন জানান।
এরপর তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আবেগঘন বক্তব্য রাখেন।
পরে, উলিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে “ডেঙ্গু প্রতিরোধ”-এ স্কুলে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আতাউর রহমান ।
এ সময় উপস্থিত ছিলেন, কাজী মাহমুদুর রহমান সহকারী কমিশনার (ভূমি), উপজেলা শিক্ষা অফিসার মোঃ আমির হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।