
আসন্ন পটুয়াখালী-১ আসনের উপ- নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন এ্যাডভোকেট মোঃ আফজাল হোসেন। তিনি এদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক।
৩০ অক্টোবর সোমবার সন্ধা ৭টায় বাংলাদেশ আওয়ামী লীগ-এর সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সভা টি অনুষ্ঠিত হয়েছে জাতীয় সংসদ ভবনে সংসদ নেতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকণ্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপি’র কার্যালয়ে।
উক্ত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ -এর সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি এবং গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপি।
এ সভার সিদ্ধান্ত মোতাবেক জাতীয় সংসদের ১১১ পটুয়াখালী -১ আসনের উপ- নির্বাচনে এ্যাডভোকেট মোঃ আফজাল হোসেন- কে দলীয় মনোনয়ন প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।
এ আসনে আসছে ১ নভেম্বর মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনএবং বাছাই ২ নভেম্বর তারিখ। ভোট গ্রহণ ২৬ নভেম্বর তারিখ। উপরোক্ত ছবি সংগৃহীত।