
মিরসরাইয়ের বাণিজ্যিক রাজধানী খ্যাত বারইয়ারহাট পৌরসভাস্থ মা কম্পিউটার ও ট্রেনিং সেন্টারের ব্যতক্রমী ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ এপ্রিল) ২৫ রমজান বিকেলে উপজেলার মহামায়া ইকোপার্ক ও লেক এলাকায় একঝাঁক যুবকদের নিয়ে আনন্দঘন পরিবেশে এই ব্যতিক্রমী ইফতার পার্টি সম্পন্ন হয়।
মা কম্পিউটার ও ট্রেনিং সেন্টারের পরিচালক মোঃ সেকান্দর, সংবাদ কর্মী আকতার হোসেন, রেদোয়ান হোসেন জনি, ব্লগার আবু সায়েদ তুহিন, ট্রেনিং সেন্টারের প্রশিক্ষক ইফতেখার হোসেন, হোসাইন বাপ্পি, আশিকুর রহমান, সাহেম মজুমদার নাহিদ সহ সেন্টারের পরিচালনা পর্ষদ, শুভাকাঙ্ক্ষী, অতিথি সহ প্রায় ২৫ জন উক্ত ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন।
মা কম্পিউটার ও ট্রেনিং সেন্টার এর পরিচালক
মোঃ সেকান্দর জানান, ২০১৮ সালের আগস্ট মাসে বারইয়ারহাট পৌরসভার ওয়াপদা রোডের কাজী মার্কেটের দ্বিতীয় তলায় মাত্র ৩ জন শিক্ষার্থী নিয়ে মা কম্পিউটার ও ট্রেনিং সেন্টার যাত্রা শুরু করে অফিস এ্যাপ্লিকেশন কোর্স, গ্রাফিকস ডিজাইন ও ওয়েব ডিজাইন এ ০৩টি ৩ মাস ও ৬ মাস মেয়াদি কোর্স চালু করা হয়। ক্রমান্বয়ে এটি বিস্তৃতি ও প্রসারের ফলে স্কিল ডেভেলপমেন্ট হিসেবে সহায়ক ভূমিকা পালন করে। যার ফলশ্রুতিতে ২০১৯ সালে নিবন্ধন আবেদনের পরিপ্রেক্ষিতে উক্ত সংস্থা ২০২০ সালে যুব উন্নয়ন থেকে নিবন্ধন প্রাপ্ত হয় যাহার- নিবন্ধন নং টি-১৬৩৮১২/১৩৫। উক্ত ট্রেনিং সেন্টার থেকে প্রশিক্ষণ গ্রহণ করে এই পর্যন্ত ৭২০ জন শিক্ষার্থী সনদপত্র অর্জন করে। বর্তমানে ১০৫ জন প্রশিক্ষণার্থীর কোর্স চলমান রয়েছে।
উক্ত ট্রেনিং সেন্টারে ইউনিসেফের অর্থায়নে ব্র্যাক এর সহযোগিতায় ফ্রী প্রশিক্ষণ ও ভাতার ব্যবস্থা রয়েছে। পাঁচজন দক্ষ ও আইটি বিশেষজ্ঞ প্রশিক্ষক দিয়ে মা কম্পিউটার ও ট্রেনিং সেন্টারের প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন করে আসছি। প্রশিক্ষণ কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতে আউটসোর্সিং সহ নতুন কিছু কোর্স অন্তর্ভূক্ত করা হবে এবং বাংলাদেশের উন্নয়নে, স্মার্ট বাংলাদেশ বিনির্মানে যুবকদের কারিগরি শিক্ষা বিস্তারে সরকারের পাশাপাশি সকল ধরনের কার্যক্রম ও প্রদক্ষেপ গ্রহণ করা হবে। এবং সেই ক্ষেত্রে সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি।