
কুড়িগ্রামের উলিপুরে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে।
জানা গেছে, রোববার (২৯ অক্টোবর) দিবাগত রাত অনুমান ১টার দিকে উপজেলার ধরনি বাড়ি ইউনিয়নের কিশামত মধুপুর জোলাপাড়া গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত হয়। ভয়াবহ এ অগ্নিকাণ্ডে কৃষক রবিউল ইসলামের দুইটি গরু ও দুটি ঘরসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল পুড়ে ভস্মীভূত হয়ে যায়। অগ্নিকান্ডের খবর পেয়ে উলিপুর ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার আগে সবকিছু ছাই হয়েছে বলে এলাকাবাসীরা জানান।
এ ব্যাপারে উপজেলার ফায়ার সার্ভিস এন্ড ডিফেন্সের দায়িত্বরত আব্বাস আলীর সাথে কথা হলে তিনি জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হওয়ায় স্থানীয়রা আগুনের ধারের কাছে পৌঁছাতে পারেননি। অগ্নিকাণ্ডে পরিবারটির প্রায় দুই লক্ষ টাকার মালামাল সহ দুটি গরু পুড়ে আঙ্গার হয়েছে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে এখন পর্যন্ত স্থানীয় প্রশাসন উপজেলা প্রশাসন কোনো খোঁজখবর নেননি বলে পরিবারের সদস্যরা জানায়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউর রহমান এর সাথে কথা হলে তিনি জানান আপনার মাধ্যমে অগ্নিকাণ্ডের ঘটনাটি আমি জানলাম যত তাড়াতাড়ি সম্ভব আমি তাদের সাহায্য সহযোগিতা করার চেষ্টা করছি।