
বাংলাদেশ-মিয়ানমার নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপার থেকে প্রচন্ড গোলাগুলির অগণিত শব্দ ও মাঝেমধ্যে আটিলারি মর্টারসেল বিস্ফোরণের বড় বড় আওয়াজ এপারের সীমান্ত এলাকার তমব্রু সীমান্তের মানুষের মাঝে ফের আতঙ্ক দেখা দিয়েছে।
শুক্রবার (৪ এপিল) গভীর রাত ২টা ১০ মিনিট থেকে ৩টা ১৫ মিনিট পযর্ন্ত নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের তমব্রু এলাকার ৩৩/৩৪ সীমান্ত এলাকা দিয়ে গত কাল এসব গোলাগুলি ও বিস্ফোরণের বিকট শব্দ এসেছে বলে জানিয়েছেন স্থানীয় অনেকে।
ঘুমধুমের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আলমের সঙ্গে কথা হলে তিনি বলেন, বিগত অনেকদিন পযর্ন্ত তাদের সীমান্ত এলাকা শান্ত ছিল, হটাৎ করে দুই একদিন ধরে আবার নানা প্রকার বিস্ফোরণের শব্দ আসছে। ঘুমধুম বাজার এলাকার ব্যাবসায়ী মোঃ সরোয়ার জানান শুক্রবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পযর্ন্ত থেমে থেমে বড় আওয়াজের বিস্ফোরণের শব্দ তিনি শুনেছেন,তার ধারণা ঐ বিস্ফোরণের শব্দ মিয়ানমারের ভিতরের চলমাম যুদ্ধে ব্যাবহার কৃত বিভিন্ন গোলাবারুদ বিস্ফোরণের শব্দ আসছে অনেকটা ভিতর থেকে।
অপর দিকে নাইক্ষ্যংছড়ির সদর ইউনিয়নের ৪৩/৪৪ সীমান্ত পিলার এলাকা দিয়ে সন্ধ্যা ৬টা ৪০ মিনিট থেকে ৭টা ৫ মিনিট পযর্ন্ত ৭টা বড় আওয়াজের বিস্ফোরণের শব্দ মিয়ানমার থেকে এসে নাইক্ষ্যংছড়ির সীমান্ত এলাকা পেরিয়ে গ্রামীণ জনপদে শুনা গেছে।
জামছড়ির স্থানীয় ইউপি সদস্য মোঃ ছাবের আহমদ এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,তাদের জামছড়ি সীমান্ত এলাকা মোটামুটি শান্ত রয়েছে মাঝে মধ্যে দু একটি বিস্ফোরণের আওয়াজ আসে সেগুলো মিয়ানমারের অনেক ভেতর থেকে এতে আতঙ্কগ্রস্ত নন তারা।