
ডেস্ক রিপোর্ট: রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার গৌরহাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে নগরীর শাহ মখদুম থানা পুলিশ।
গ্রেফতারকৃত হলো রহিদুল ইসলাম (২০), মো. রবিন (১৯), মো. নাসির (১৯), রকি আহমেদ শিমুল (১৯) ও ফারহান আরাফাত (১৯)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন শাহ মখদুম থানার পবা নতুনপাড়া আরডিএ মাঠের সামনে গত বছরের ২৭ অক্টোবর আরাফাত ও তার বন্ধু সাব্বিরকে অপহরণ করে মারপিট করার ঘটনার সঙ্গে জড়িত আসামিরা বোয়ালিয়া থানার গৌরহাঙ্গা এলাকায় অবস্থান করছে। শাহ মখদুম থানা পুলিশের টিম বৃহস্পতিবার রাত ৯টায় বোয়ালিয়া থানার গৌরহাঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করে আসামি রহিদুল ইসলাম, রবিন ও নাসিরকে গ্রেফতার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রকি আহমেদ শিমুল ও ফারহান আরাফাতকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।