রাজধানীর ভাটারা থেকে ছয় লক্ষ আটানব্বই হাজার টাকার জাল নোটসহ কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব।
গ্রেফতারকৃত হলো,মো.সাহেব আলী ওরফে মিরাজ। কুষ্টিয়ার কুমারখালীর মো.মজনুর ছেলে তিনি।
শুক্রবার সকালে উত্তর ভাটারার ইন্টারন্যাশনাল আইডিয়াল স্কুলের স্মার্ট হোস্টেল থেকে তাকে গ্রেফতার করে র্যাব-১ এর একটি দল। গ্রেফতারকালে আসামীর কাছ ছয় লক্ষ আটানব্বই হাজার টাকার জালনোট,নগদ দুই হাজার টাকা,২টি মোবাইল,১টি হিসাব করার ডায়েরী,১টি স্টীলের স্কেল এবং ২টি এন্টি কাটার উদ্ধার করা হয়।
শুক্রবার ( ৫ এপ্রিল) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেছেন র্যাব ১ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো.মাহফুজুর রহমান।
তিনি জানান,শুক্রবারে আনুমানিক সকাল ৯ টা ৩৫ মিনিটের দিকে র্যাব-১ এর একটি টহল দল নিয়মিত ডিউটির সময় তাদের দেখে কৌশলে দ্রুত পালানোর চেষ্টাকালে,ভাটারা থানাধীন উত্তর ভাটারার ৪০ নং ওয়ার্ডের ইন্টারন্যাশনাল আইডিয়াল স্কুলের উপরে মো. মুজাহিদুল ইসলাম এর স্মার্ট হোস্টেল এর ৬ষ্ঠ তলার ৬০৩ নম্বর রুম থেকে তাকে গ্রেফতার করা হয়।
এসময় আসামীর নিকট হতে ২০০ টাকা মূল্যমানের ১ হাজার ৯৯০টি নোট এবং ১০০ টাকা মূল্যমানের ৩ হাজার নোট,সর্বমোট ছয় লক্ষ আটানব্বই হাজার টাকার বাংলাদেশী জাল নোটসহ ২টি মোবাইল ফোন,১টি হিসাব করার ডায়েরী,১টি স্টীলের স্কেল এবং ২টি এন্টি কাটার উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ডিআই/এসকে