
হবিগঞ্জের মাধবপুরে পবিত্র রমজান মাস উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেনের নির্দেশে ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক হবিগঞ্জ জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফ-ই-রহমান তন্ময় এর সহযোগিতায় হতদরিদ্র ও এতিমদের মাঝে শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করেন এক ছাত্রলীগ নেতা ।
বুধবার (৩ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলার ৩ নং বহড়া ইউপির ঘোনাপাড়া গ্রামের নিজ বাড়িতে উপজেলা ছাত্রলীগের প্রথম যুগ্ন আহবায়ক মোঃ রেজাউল হক শাওনের উদ্যোগে ৩০০ হতদরিদ্র পরিবারের মাঝে শাড়ি, লুঙ্গি ও ইফতার সামগ্রী বিতরণ করা হয় এবং ১৫০ জন এতিম বাচ্চাদেরকে নগদ অর্থ বিতরণ করা হয় ।
উক্ত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ছাত্রলীগ নেতা রেজাউল হক শাওন আওয়ামী লীগ সরকারের উন্নয়নের স্মৃতিচারণ করে বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে , প্রতিবছর রমজান উপলক্ষে আমি হতদরিদ্র এতিম ও অসহায় শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে থাকি । ভবিষ্যতেও এ দ্বারা অব্যাহত থাকবে । এ সময় উপস্থিত ছিলেন আান্দিউড়া উম্মেতুননেসা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ শাজাহান মিয়া , বহরা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড মেম্বার সাগর আলী, ৬ নং ওয়ার্ড মেম্বার মান্নান মিয়া , ৭ নং ওয়ার্ড মেম্বার শাহ আলম মিয়া প্রমুখ ।