
জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে এক মাদক কারবারি কে গ্রেফতার করা হয়েছে।এ সময় তার কাছ থেকে ৫২ পিস মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার করা হয়।
জেলা ডিবি সূত্র জানা যায়, গত বৃহস্পতিবার ৪ এপ্রিল ২০২৪ রাত ১১টার দিকে খুলনা জেলা পুলিশ সুপার মো. সাইদুর রহমানের দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক মো. নাসির উদ্দিনের নেতৃত্বে এস আই (নি.) আল আমিন ইসলাম সংগীয় অফিসার ও ফোর্স সহ রূপসা উপজেলা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনাকালে মাদক কারবারি রিয়াজুল ইসলাম (৩৫)কে রূপসা উপজেলার রহিমনগর গ্রামের কলোনি জামে মসজিদের সামনে থেকে গ্রেফতার করেন।
এ সময় তার নিকট থেকে আলামত হিসেবে ৫২ পিস মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে এস আই(নি.) আল আমিন ইসলাম বাদী হয়ে রূপসা থানায় আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করেন।
উল্লেখ্য যে, আসামি একজন পেশাদার মাদক ব্যবসায়ী তার নামে উক্ত মামলা সহ সর্বমোট ৬ টি মামলা রয়েছে।