
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এবং জেলা পরিষদ সাবেক সদস্য, মোরেলগঞ্জ প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ শাহাবুদ্দিন তালুকদার শুক্রবার ২৫ রমজান ভোররাতে সেহেরি খাওয়া দাওয়া শেষে ৬.৩০ মিনিট সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করে চলে গেলেন না ফেরার দেশে। (ইন্নালিল্লাহি……. রাজিউন।) মরহুমের নামাজের জানাজা আজ বিকাল ৩ টায় এস এম কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ শেষে তার পারিবারিক কবরস্থান মা বাবার পাশে দাফন করা হয়েছ। মহান শিক্ষাগুরুর মৃত্যুতে মোরেলগঞ্জের সর্বস্তরের জনগণ শোকাহত ও তার শোক সন্তাপ্ত পরিবারের প্রতি মোরেলগঞ্জ উপজেলার সকল মহল থেকে সমবেদনা প্রকাশ করেছেন।