
রাজধানীর তেজগাঁওয়ের তালিকাভুক্ত ছিনতাইকারী মো. সাদ্দাম (২১) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গতকাল গভীর রাতে তেজগাঁও থানার কারওয়ান বাজার পূর্ব তেজতুরী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ বলছে,সাদ্দামের টার্গেট মূলত গাড়ির জানালার পাশে বসা যাত্রীরা। তিনি প্রতিদিন একটি করে মোবাইল ছিনতাই করেন।
শুক্রবার ( ৫ এপ্রিল) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।
তিনি বলেন,সাদ্দাম তেজগাঁওয়ের তালিকাভুক্ত ছিনতাইকারী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৫ টি মামলা রয়েছে। এরমধ্যে ২টি মামলায় তার সাজাও হয়েছে। তিনি ভ্যান চালান। এই ভ্যান চালনার ফাঁকে ঢাকার বিভিন্ন ব্যস্ততম সড়কে যানজটে আটকে থাকা গণপরিবহনের আশেপাশে ওঁৎ পেতে থাকেন। এরপর জানালার পাশে বসা কেউ ফোনে কথা বললে ছোঁ মেরে তা ছিনিয়ে নিয়ে পালিয়ে যান। প্রতিদিন তিনি একটি করে মোবাইল ছিনতাই করেন। এরপর তা বিক্রি করে দেন। বাসায় ফিরে ছিনতাইকৃত মোবাইল বিক্রির টাকা দিলেও সবাই মনে করেন এগুলো ভ্যান চালানোর টাকা।
গতকাল গোপন সংবাদের ভিত্তিতে সাদ্দামকে গ্রেফতার করা হয়। পরে তল্লাশি করে তার কাছ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়।
ডিআই/এসকে