ঢাকা, শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
আমতলীতে কুপিয়ে স্ত্রীর হাত কর্তন করলেন নেশাগ্রস্থ স্বামী
হোমনায় যুবকের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার
এসএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল শিক্ষা বোর্ড
শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে মোদির সঙ্গে কথা বললেন ড. ইউনূস
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার
ঈদ পরবর্তী বিআরটিএর বিশেষ অভিযান: ৬ লাখ ৮৭ হাজার জরিমানা,২৮৯ মামলা
রায়পুরে আ’লীগ বিএনপির যৌথ হামলায় নারীসহ আহত ৫
পাঁচবিবিতে শিক্ষার্থী সমিতির স্বাধীনতা ও জাতীয় দিবস পালন
মহানবী সাঃ কে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল
ভোলায় হাতবোমা-মাদকসহ ৫ দুর্ধর্ষ সন্ত্রাসী আটক
নবীনগরে তুচ্ছ ঘটনায় দুই গ্রামের সংঘর্ষে আহত ১২
নেত্রকোণা সরকারি কলেজের ঈদ পুনর্মিলনী
রামুর ঐতিহ্যবাহী গর্জনিয়া ফইজুল উলুম মাদ্রাসার মিলন মেলা বর্ণঢ্য আয়োজনে সম্পন্ন
ঢোলবাদক বিনয়বাঁশী জলদাস এর ২৩তম মৃত্যুবার্ষিকী ৫ এপ্রিল শনিবার
তুচ্ছ ঘটনায় ছাদে ডেকে নিয়ে বন্ধুকে ছুরিকাঘাত

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সকলের সহযোগিতা কামনা পুলিশের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডিএমপির ট্রাফিক পুলিশের উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো.কামরুজ্জামান বলেন,আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মহাসড়কের যানজট নিরশনে আমরা ২৪ ঘন্টা-ই নিয়োজিত রয়েছি। আইশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের সকলের সার্বিক সহযোগিতা একান্ত কাম্য।’

রাজধানীর উত্তরা ১ নং সেক্টরের উত্তরা ক্লাবে বৃহস্পতিবার (৪ এপ্রিল) ডিএমপির বিমানবন্দর থানার আয়োজনে আইনশৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সহযোগিতা কামনা করেন। এতে সভাপতিত্ব করেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসির আরাফাত খান।

এডিসি কামরুজ্জামান বলেন,আমাদের কোন সদস্য যদি অনিয়ম করে তাহলে সঙ্গে সঙ্গে আমাদেরকে জানাবেন। আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করব। প্রয়োজনে আমাদের সরকারি নাম্বার রাখবেন। আমি সবসময় এখানে থাকবো না। আমার পরবর্তী যিনি আসবেন তিনি এ নাম্বার ব্যবহার করবেন। তাদেরকেও আপনারা আপনাদের সমস্যার কথা জানাতে পারবেন।’

বিশেষ অতিথির বক্তব্যে বিমানবন্দর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) তৌহিদুল ইসলাম বলেন, ‘পুলিশের একার পক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব নয়। যার জন্য আমরা সকলের সহযোগিতা কামনা করি।’

এডিসি তৌহিদুল ইসলাম বলেন,বিমানবন্দরের সকল স্টেক হোল্ডারদের নিয়ে আমরা আইনশৃঙ্খলার সমন্বয় সভা করেছি। তাদের কাছ থেকে বিভিন্ন সমস্যার কথা আমরা জানতে পেরেছি। সেগুলো সমাধানে কাজ করছি।’

তিনি বলেন,বিশেষ করে আমরা পুরো উত্তরা বিভাগকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসছে চাই। এতে করে সকল ধরনের অপরাধ প্রবণতা কমে আসবে। যে বা যারাই অপরাধ করুক না কেন, তাদেরকে সহজেই আইনের আওয়াত নিয়ে আসা সহজ হবে। এছাড়াও চুরি ছিনতাই, কিশোরগ্যাং সব কিছুই কমে আসবে।’

সমন্বয় সভায় মাদক,চুরি-ছিনতাই,যানজট নিরসন, কিশোর গ্যাং,ফুটপাতে অবৈধ দোকান,কিশোর অপরাধ, রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে করণীয়,যানজট এবং ব্যাংক সমূহের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন বক্তারা। এছাড়াও আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষ্যে জনগণ যাতে নিরাপদে বাসায় ফিরতে পারে এবং তাদের জানমাল নিরাপদে থাকে সে বিষয়ে পুলিশের বিভিন্ন বিভাগ সমন্বিতভাবে কাজ করছে বলে জানিয়েছে পুলিশ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিমানবন্দর জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার আসমা আক্তার সোনিয়া, এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার মঞ্জুরুল হাসান, বিমানবন্দর জোনাল টিমের মো.আনিসুল ইসলাম, এয়ারপোর্টের পিআই (শহর ও যান) মো.মোস্তাক আহম্মেদ প্রমুখ।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ