
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলাকে জুয়া ও মাদকমুক্ত করতে ময়মনসিংহ জেলার মাননীয় পুলিশ সুপার মাছুম আহম্মদ ভূঞা ও অতিরিক্ত পুলিশ সুপার গৌরীপুর সার্কেল সুমন মিয়ার নির্দেশনা মোতাবেক নিরলস কাজ করে যাচ্ছে নান্দাইল মডেল থানা পুলিশ। মাদক নির্মূল অভিযানে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মজিদ বলেন মাদক সেবনকারী ও মাদক ব্যবসায়ী কাউকেই কোন ধরনের ছাড় দেওয়া হবে না। অপরাধী যেই হোক না কেন তাকে আইনের আওতায় আসতেই হবে। এছাড়া ঈদ-উল-ফিতরকে সামনে রেখে যে কোন ধরনের আইনশৃক্সখলার অবনতি ও সহিংসতা রোধে নান্দাইল মডেল থানা পুলিশ সর্বদাই সোচ্চার রয়েছে। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ৪ঠা এপ্রিল নান্দাইল চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে মইজ উদ্দিন নামে এক মাদক ব্যবসায়ীকে ৫০০ গ্রাম গাঁজা সহ হাতে নাতে তাকে গ্রেফতার করে থানা পুলিশ। জানাগেছে,মইজ উদ্দিন ৫নং.গাংগাইল ইউনিয়নের বনুরা গ্রামের মৃত মতি উল্লাহর পুত্র। নান্দাইল মডেল থানায় তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। বৃহস্পতিবার গ্রেফতারকৃত মইজ উদ্দিনকে ময়মনসিংহ জেল হাজতে প্রেরন করা হয়।