
এম,শাহজাহান শেরপুর প্রতিনিধিঃ
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যােগে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সহিত নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ৪এপ্রিল বৃহস্পতিবার বেলা আড়াইটায় শেরপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার জনাব মোনালিসা বেগম পিপিএম-সেবা। সভার শুরুতে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা ও প্রতিনিধিগণের সাথে সংক্ষিপ্ত পরিচিত পর্ব হয়। পরে সার্বিক নিরাপত্তা সংক্রান্ত উন্মুক্ত আলোচনা হয়। পুলিশ সুপার তাঁর বক্তব্যে উপস্থিত সকলকে শেরপুর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয় অবগত করেন। সেইসাথে আর্থিক বড় ধরনের লেনদেন ও স্থানান্তর করার ক্ষেত্রে জেলা পুলিশের মানি এস্কর্ট সুবিধা-সহ যে কোন ধরনের পুলিশি সহায়তা বিষয়ে উপস্থিত সকলে জেলা পুলিশকে অবহিত করার জন্য আহ্বান জানান। এসময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপক ও কর্মকর্তাবৃন্দ, জুয়েলারি মালিক সমিতির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।