
বান্দরবান জেলা প্রতিনিধিঃ
বান্দরবান আলীকদম ২নং চৈক্ষ্যং ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দূস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে মাননীয় প্রধান মন্ত্রীর বিশেষ উপহার হিসেবে সিজিএফ চাল বিতরণ করা হয়েছে।
(৪ এপ্রিল ২০২৪ইং) বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকা হতে আলীকদম উপজেলার ২নং চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদ চত্বরে চৈক্ষ্যং ইউপি চেয়ারম্যান জনাব জয়নাল আবেদীন এর সভাপতিত্বে, ইউপি সচিব জনাব মানিক বড়ুয়ার সঞ্চালনায় দুস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে এই চাল বিতরণ করা হয়।
এসময় জনপ্রতি ১০কেজি হারে অসহায় দুস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ভিজিএফ চাউল বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আতাউল গনি ওসমানী, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, আলীকদম উপজেলা আওয়ামী লীগের সভাপতি, জনাব জামাল উদ্দিন, ২নং চৈক্ষ্যং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব উনুমং মার্মা,আলীকদম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব সৌভ্রাত দাশ,উপজেলা পল্লব উন্নয়ন কর্মকর্তা জনাব সুমন দাশ। এছাড়াও ১,২,৩ ও ৪ নং ইউপি সদস্য ও মহিলা সদস্যগণ উপস্থিত ছিলেন।