ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পিবিআইয়ের তিন পুলিশ সুপারকে রদবদল
পটুয়াখালীতে সড়ক দূর্ঘটনায় আনসার কমান্ডার নিহত
পাঁচবিবিতে আওলাই ইউনিয়ন জামায়াতের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত
আত্রাইয়ের কচুয়া মধ্যপাড়া ইসলামীক সম্মেলন
মিরসরাইয়ে পাঁচ বছরেও উদঘাটন হয়নি গৃহবধূ মুন্নী হ*ত্যার রহস্য , ক্ষুদ্ধ ভুক্তভোগী পরিবার
প্রয়োজনীয় সংস্কার করে যথা সম্ভব দ্রুত নির্বাচন দিতে হবে :অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার
কালিগঞ্জের বিষ্ণুপুরে কৃষকদলের উদ্যোগে ঈদ পুনর্মিলন ও সাংস্কৃতি সন্ধ্যা 
নওগাঁয় মাটিবাহি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু
ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের ঈদ পূর্ণমিলনী
কুয়াকাটা সৈকত দখল করে ঝুকিপূর্ণ মার্কেট নির্মানের অভিযোগ
কুড়িগ্রামে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন কুড়িগ্রাম দেখতে চাই শীর্ষক মতবিনিময় সভা
বোদায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সরাইলে অভিযানে ৩ হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৯
বাগমারায় চুরিকাঘাতে যুবকের মৃত্যু:ঘাতকে পিটিয়ে হত্যা করলো উত্তেজিত জনতা
নড়াইলে বিএনপি নেতা সান্টুর উপর ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

রায়পুরে প্রেসক্লাব সাংবাদিকদের সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় সভা

নাঈম হোসেন রায়পুর, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রায়পুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান খানের সাথে মতবিনিময় সভা করেছে রায়পুর প্রেস ক্লাব কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৪ এপ্রিল) উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন রায়পুর প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক এম আর সুমন, শংকর মজুমদার, এ কে এম ফজলুল হক, নুরুল আমিন ভূঁইয়া, আবদুল করিম, সৈয়দ আহাম্মদ, মিজানুর রহমান মোল্লা, মিজানুর রহমান মঞ্জু, মোস্তফা কামাল, হারুনুর রশিদ, সোহেল আলমসহ রায়পুর প্রেস ক্লাবের সদস্যবৃন্দ।

এসময় বক্তব্যে রায়পুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি শংকর মজুমদার বলেন, রায়পুর প্রেস ক্লাব একটি ঐতিহ্যবাহী সংগঠন। ১৯৯২ সালে এটি প্রতিষ্ঠিত হয়। আমাদের এই ঐতিহ্যবাহী সংগঠন প্রশাসন বান্ধব, জনবান্ধব।

বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি উপাধ্যক্ষ মোস্তফা কামাল বলেন, আমরা গঠনমূলক সাংবাদিকতায় নিয়োজিত। দীর্ঘ ৩৩ বছরের গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে রায়পুর প্রেস ক্লাবের। আমরা সমাজের দর্পণ হিসেবে মেধা খাটিয়ে কাজ করি। রায়পুর প্রেস ক্লাব মেধাবীদের সংগঠন।

সাংবাদিকতা ও রায়পুর প্রেস ক্লাব বিষয়ে মতবিনিময়ের গঠনমূলক পর্বে বাংলাদেশ বুলেটিন প্রতিনিধ মোঃ আজম বলেন, রায়পুরের বিক্ষিপ্ত সংগঠনগুলোর মেধাবী সংবাদকর্মীরা রায়পুর প্রেস ক্লাবের ঐতিহ্যবাহী ছাতার নিচে ঐক্যবদ্ধ হয়েছে। রায়পুর প্রেস ক্লাব একটিই, এক ও অভিন্ন। প্রশাসনের সাথে আমাদের রয়েছে বন্ধুত্ব ও ভাতৃত্বপূর্ণ সম্পর্ক।

শুভেচ্ছা জানিয়ে ইনকিলাব প্রতিনিধি অধ্যক্ষ এ কে এম ফজলুল হক বলেন, রায়পুর প্রেস ক্লাব ও রায়পুরের সাধারণ জনগণের পক্ষ থেকে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান খানকে শুভেচ্ছা জানাচ্ছি। রায়পুর একটি অগ্রসর উপজেলা। জেলায় পাসের হারের ক্ষেত্রেও এগিয়ে রায়পুর। আমরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ। শিক্ষার মান নিশ্চিত করা ও মাদকের আখড়া বন্ধে আমরা প্রশাসনের সহযোগিতা চাই। সরকারের সাফল্য ধরে রাখতে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। তিনি আরো বলেন, রায়পুর প্রেস ক্লাব রায়পুরের একমাত্র গ্রহণযোগ্য ও স্বীকৃত প্রেস ক্লাব।

রায়পুর প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার হোসেন ঢালী বলেন, নিত্যপণ্যের বাজারে প্রশাসনের তদারকি নেই। রায়পুরের মানুষ কষ্টে আছে। সংবাদকর্মী হিসেবে রায়পুরের জনগণের পক্ষে আমরা নিয়মিত বাজার তদারকির দাবী করছি।

মতবিনিময় সভায় রায়পুরের যানজট নিরসনে একটি বাইপাস সড়ক করার বিষয়ে দাবি উপস্থাপন করেন রায়পুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম আর সুমন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান খান বলেন, আমি কী কাজ করবো তা আগে বলতে চাই না। কাজের পর আপনারাই দেখবেন। বিদ্যুৎতের একটি সংকট রয়েছে সেটি নিয়ে কথা বলবো। বাইপাস সড়ক নিয়ে আমরা ভাবছি। বাজার তদারকিসহ রায়পুরের স্বার্থে আমরা বদ্ধপরিকর। আমরা সুন্দর রায়পুর গঠনে আপনাদের সহযোগিতা চাই।

শেয়ার করুনঃ