
ডেস্ক রিপোর্ট: রাজশাহী জেলার চারটি কলেজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অধিভুক্তকরণের নির্দেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিভাগের সিনিয়র সহকারী সচিব শতরূপা তালুকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞাপ্তিতে সূত্রে জানা গেছে, রাজশাহী সরকারি কলেজ, রাজশাহী সরকারি সিটি কলেজ, রাজশাহী সরকারি মহিলা কলেজ ও রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করতে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এটা বাস্তবায়নে কার্যকরী পদক্ষেপ নিয়ে আগামী ৩০ এপ্রিলের মধ্যে এ বিভাগে প্রতিবেদনে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।
উল্লেখ্য, একই বিজ্ঞপ্তিতে পাঁচ কলেজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তকরণের নির্দেশনা দেয়া হয়েছে। চট্টগ্রাম জেলার এসব কলেজ হচ্ছে, চট্টগ্রাম সরকারি কলেজ, হাজী মোহাম্মদ মহসিন কলেজ, স্যার আশুতোষ সরকারি কলেজ, সরকারি কমার্স কলেজ, সাতকানিয়া সরকারি কলেজ।