
খুলনা হতে দেশীয় তৈরি ০১ টি পাইপগান ও ০১ রাউন্ড কার্তুজসহ ০১ জন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬।
র্যাব-৬এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান এরই ধারাবাহিকতায় ০৪ এপ্রিল ২০২৪ তারিখ র্যাব-৬, স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, খুলনা জেলার রূপসা থানাধীন কবিরের মোড় এলাকায় একজন ব্যক্তি অস্ত্রসহ অপরাধ সংগঠনের উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আভিযানিক দলটি খুলনা জেলার রূপসা থানাধীন কবিরের মোড় এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্র ব্যবসায়ী ১। মোঃ আল মামুন (৩৫), পিতা-মোঃ মঞ্জুর হোসেন, মাতা-আঞ্জিরা বেগম, সাং-যুগিহাটি, থানা-রূপসা, জেলা-খুলনাকে গ্রেফতার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ০১টি দেশীয় তৈরি পাইপ গান এবং ০১ রাউন্ড কার্তুজ উদ্ধার পূর্বক জব্দ করে। জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে খুলনা জেলার রুপসা থানায় হস্তান্তর করতঃ আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।