
নওগাঁর মান্দায় সাবেক যুবদল নেতার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার তেঁতুলিয়া ইউনিয়ন যুবদলের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক শাহিন শাহ ফারুকের উদ্যোগে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ৯৯ উপজেলার চৌদ্দ মাইল মোড়ের ভাই ভাই সুপার মার্কেটে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রবীণ বিএনপি নেতা মজিবুর রহমান পাইকের সভাপতিত্বে সভায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আখেরুজ্জামান সেলিম, কালিকাপুর ইউনিয়ন,,বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কহিম উদ্দীন, নওগাঁ বারের1 আইনজীবী বিএনপি নেতা রফিকুল ইসলাম, তেঁতুলিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, কালিকাপির ইউনিয়ন যুবদলের সভাপতি সুলতান আলী, ৯ ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, বিএনপি নেতা বাবুল হোসেন, যুবদল নেতা প্রমুখ । ইফতার মাহফিলে সাবেক প্রধান মন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, তারুণ্যের অহংকার বিএনপির ভারভাপ্ত সভাপতি তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন ও দেশ জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।