ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে রোগীদের দূর্ভোগ
চিলমারীতে ঐতিহ্যবাহী অষ্টমির স্নান সম্পন্ন
বিএনপি নেতার ওপর বোমা হামলার প্রতিবাদে কয়রায় বিক্ষোভ মিছিল
লঞ্চে মুমূর্ষ নবজাতককে মেডিকেল সহায়তা প্রদান করল কোস্ট গার্ড
আমতলীতে লঞ্চ ঘাট ও বাসস্ট্যান্ডে যৌথবাহিনীর অভিযান, জরিমানা আদায়
কালীগঞ্জে আমিনুর রহমান আমিনের গণসংযোগ শুভেচ্ছা বিনিময়
আমতলীতে হামলা, লুট ও পিটিয়ে দোকান দখলের অভিযোগ
দেওয়ানগঞ্জে মেয়ের বাড়িতে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ বাবা মৃত্যু
নড়াইল জেলা ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতা-কর্মীদের ঈদ পুনর্মিলনী
জামায়াতে ইসলামীতে চাঁদাবাজ সন্ত্রাসের কোনো সুযোগ নেই:রফিকুল ইসলাম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে কাজ করতে হবে
ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র সম্মেলনের উদ্বোধন
বিরামপুরে আগ্নিকান্ডে সনাতন পরিবারের সর্বস্ব পুড়ে ছাই
কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সাথে ডা. শহিদুল আলমের মতবিনিময়
পঞ্চগড় সড়কে বিআরটিএ ও যৌথবাহিনীর অভিযান

বিটিভির ঈদ আয়োজনে বিশেষ চার নাটক

ডেস্ক রিপোর্ট: ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হবে জনপ্রিয় চার নির্মাতার বিশেষ চার নাটক। ঈদের আগের দিন রাত ৯টায় প্রচারিত হবে হারুন রশীদের রচনায় ও মাহফুজার রহমানের প্রযোজনায় নাটক ‘চাঁন রাতের মেহমান’, ঈদের দিন থাকছে নূরুদ্দিন জাহাঙ্গীরের মূল গল্পে আকরাম খানের নাট্যরূপে ও পরিচালনায় এবং আব্দুলাহ আল মামুনের প্রযোজনায় ‘গোলাপের সুবাস’, ঈদের দ্বিতীয় দিন প্রচারিত হবে অনিমেষ আইচের রচনা ও পরিচালনায় এবং নাসির উদ্দিনের প্রযোজনায় নাটক ‘যৌবন’। ঈদের তৃতীয় দিন থাকছে মোস্তাক আহমেদের মূল গল্পে পান্থ শাহরিয়ারের রচনা ও পরিচালনায় এবং শাহজামান মিয়ার প্রযোজনায় নাটক ‘নীলাভ’।

‘চাঁন রাতের মেহমান’র গল্পে দেখা যাবে- চাঁদ রাতে শহরের এক বাসায় দুই চোর, এক দম্পতি ও কাজের লোকের মধ্যে ঘটে যাওয়া হাস্যরসাত্মক ঘটনা। এতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, হারুন রশীদ, রামিজ রাজু, সুষমা সরকার, শর্মিমালা ও সৈয়দ মোশাররফ।

‘গোলাপের সুবাস’ নাটকে অভিনয় করেছেন দিলারা জামান, তনয় বিশ্বাস, লাবণ্য চৌধুরী, রিয়াসাদ শুভ, নাজিম উদ্দিন পাপ্পুসহ অনেকে। গল্পে দেখা যাবে- গোলাপের সুবাসহীন এই রূঢ় সময়ে প্রিয়ন্তির প্রেমিক শুভ্রকে তার অন্ধ দাদি প্রিয়ন্তির জন্য গোলাপ আনতে বলে। শহরে সবচেয়ে ক্ষমতাবান ও ধনাঢ্য ব্যক্তির নাতনির বিয়েতে নিয়ে আসা হয়েছে শহরের সব গোলাপ। গোলাপ শূন্য শহরে প্রেমিকার জন্য শুভ্র হন্যে হয়ে খুঁজে ফেরে একটি গোলাপ। শুভ্র কি গোলাপ খুঁজে পাবে?

‘যৌবন’ নাটকে দেখা যাবে- মিলি সুলতানা নামে ৬২ বছর বয়সী এক বৃদ্ধা। তিনি এক এনজিওর প্রধান নির্বাহী হিসেবে কর্মরত। সন্তানেরা বিদেশে প্রতিষ্ঠিত হওয়ায় মিলির নিঃসঙ্গ ও একঘেয়েমি জীবন। অফিসে থাকাকালীন একদিন একটি মেয়ে এসে তাকে বয়স কমিয়ে যুবতী বানানোর প্রস্তাব দেয়। মেয়েটি তাকে অনেক বোঝানোর পর দশ লক্ষ টাকার বিনিময়ে তিনি বয়স কমিয়ে যুবতী হতে রাজি হন। তার মতোই আরো কয়েকজন বৃদ্ধ-বৃদ্ধা বয়স কমানোর প্রস্তাবে রাজি হন। তাদের সবাইকে একটি রিসোর্টে নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে মিলি তার পুরনো প্রেমিককে খুঁজে পান, যিনি তার মতোই যুবক হতে এসেছেন। তারপর ঘটে যায় নানান কাহিনী। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, সাবেরী আলম, আমিরুল হক চৌধুরী, ডাঃ এজাজ, সোলায়মান খোকা, সুভাশিষ ভৌমিক, হিন্দোল রায়সহ আরো অনেকে।

‘নীলাভ’ নাটকের প্রধান চরিত্র রিমন একজন গোয়েন্দা কর্মকর্তা। বিখ্যাত মডেল লিসা খুনের ঘটনা উদঘাটন করে প্রকৃত খুনিকে আবিস্কার করেন রিমন। লিসাকে কি সত্যিই খুন করেছে চলচ্চিত্র পরিচালক মোস্তাফিজ? নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, সালাহউদ্দিন লাভলু, সামিয়া নাহি, মনির হোসেন শাকিল, আশিষ, আইরিন, আশরাদ টুটুল ও আশরাফ কবির।

শেয়ার করুনঃ