পিরোজপুরে জেলা আইনজীবী সমিতির পাল্টাপাল্টি দুটি কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার (৩ এপ্রিল) দুপুরে জেলা শহরে সমিতির ভবনে সাধারণ আইনজীবীদের আয়োজনে ডাকা তলবি সভায় এই কমিটি গঠন করা হয়। এতে সভাপতিত্ব করেন জ্যেষ্ঠ আইনজীবী এম শাহ আলম।
সভায় এডভোকেট কানাই লাল বিশ্বাসকে আহ্বায়ক ও এডভোকেট দেলোয়ার হোসেনকে যুগ্ম আহ্বায়ক করে সাত সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর পাঁচ সদস্য হলেন এডভোকেট মোস্তফা কামাল, এডভোকেট দিলীপ কুমার পাইক, এডভোকেট মনসুর উদ্দিন হাওলাদার, এডভোকেট নিজাম উদ্দিন সরদার ও এডভোকেট ফাতেমা আক্তার।
এডভোকেট কানাই লাল বিশ্বাস বলেন, দুই পক্ষের আইনজীবীরা সমঝোতার ভিত্তিতে আগের কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করেন। এ কমিটি বৃহস্পতিবারের (৪ এপ্রিল) মধ্যে আইনজীবীদের বোনাস দেবে এবং আগামী দুই মাসের মধ্যে জেলা আইনজীবী সমিতির জন্য সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করবে।
উল্লেখ্য, গত বছরের ১৪ ফেব্রুয়ারি সর্বশেষ জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আ'লীগের দুটি প্যানেল থেকে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৬ জন প্রার্থী নির্বাচিত হন। অপরদিকে বিএনপি সমর্থিত সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ প্যানেল থেকে যুগ্ম সাধারণ সম্পাদকসহ তিন প্রার্থী নির্বাচিত হন। নির্বাচনে আ'লীগের বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের এডভোকেট খান মো. আলাউদ্দিন সভাপতিসহ ১১টি পদে ও একই দলের আইনজীবীদের পৃথক সংগঠন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের এডভোকেট এম ডি আউয়াল সাধারণ সম্পাদকসহ পাঁচটি পদে নির্বাচিত হন। মেয়াদ গত ১৪ ফেব্রুয়ারি শেষ হয়েছে। কমিটির মেয়াদের মধ্যে নির্বাচন দেওয়ার নিয়ম থাকলেও নির্বাচন দেওয়া হয়নি।
পরে এডভোকেট আবদুর রাজ্জাক খানকে আহ্বায়ক করে সাত সদস্যবিশিষ্ট কমিটি করে সাবেক সাধারণ সম্পাদক পক্ষ। অপরদিকে এডভোকেট জালাল উদ্দিন আহমেদকে আহ্বায়ক করে সাত সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করে সাবেক সভাপতি পক্ষ। পাল্টাপাল্টি কমিটি গঠন করায় নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। ২৮ মার্চ অচলাবস্থা নিরসনের দাবিতে সাধারণ আইনজীবীরা অবস্থান কর্মসূচি পালন করেন।