
পঞ্চগড়ে রাজনৈতিক নেতৃবৃন্দদের নিয়ে রাজনৈতিক সম্প্রীতি সহ নানা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২-এপ্রিল) জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সের হল রুমে বেসরকারী উন্নয়ন সংগঠন রূপান্তর, ইউএসএইড এবং আইআরআইয়ের সহযোগীতায় এলএসডি প্রকল্পের আওতায় দিনব্যাপী এক কর্মশালার আয়োজন করা হয়। স্বাগত বক্তব্যের মাধ্যমে প্রশিক্ষনের উদ্বোধন করেন প্রকল্পের কেন্দ্রীয় সমন্বয়কারী অসীম আনন্দ দাস। এ সময় প্রকল্প সহকারী অধ্যাপক কামরুজ্জামান এবং শাহাদাৎ হোসেন বাচ্চু মুল প্রবন্ধ উপস্থাপন করেন । দিনব্যাপী নেতৃত্ব বিকাশের কৌশল, প্রচার ও তথ্যের আদান-প্রদান, গণ মাধ্যমের সাথে যোগাযোগ, দন্দ্ব ও দন্দ্ব নিরসনের কৌশল, মধ্যস্থতার ভুমিকাসহ নানাবিধ বিষয়ে প্রশিক্ষন দেওয়া হয়। প্রশিক্ষণের সমাপনি পর্বে প্রশিক্ষণ মূল্যায়ন করে বক্তব্য প্রদান করেন জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক মোঃ আবু সালেক, জেলা আওয়ামীলীগ ও কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের সদস্য কে এ দিলখুশা প্রধান বিপ্লবী, সিপিবি পঞ্চগড় শাখার সভাপতি ফিরোজা খন্দকার চামেলী, জেলা যুবদলের সাধারন সম্পাদক মোঃ নুরুজ্জামান বাবু বক্তব্য প্রদান করেন।