
সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপে আওয়ামী লীগ নেতাকে হত্যার হুমকি দিয়ে ৬টি বিট কয়েনের মূল্য দাবির অভিযোগে এক চাঁদাবাজকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
এর আগে গত ২৬ মার্চ হত্যার সুপারি পেয়েছে দাবি করে বাঁচতে চাইলে ৬ টি বিট কয়েনের মূল্য বা সাড়ে ৪ কোটি টাকা দাবি বার্তা পাঠায় হুমকি দাতা। এমন কি আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিলেও সমস্যা হবে বলে হুমকি দেন। এই ঘটনায় ভুক্তভোগী আওয়ামী লীগ নেতা ওয়ারি থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তে নেমে হুমকি দাতাকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতের নাম-মো.জাহাঙ্গীর আলম (২৯)। পেশায় কিপ্টো কারেন্সি ব্যবসায়ী।
বুধবার ( ৩ এপ্রিল ) সকালে রাজধানীর রামপুরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এ এসময় হুমকিতে ব্যবহৃত মোবাইল ফোন, হোয়াটসঅ্যাপ নাম্বার ও ল্যাপটপ উদ্ধার করা হয়।
বুধবার (৩ এপ্রিল ) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইকবাল হোসাইন।
তিনি বলেন,ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফীকে ডার্ক মোসাদ নামের একটি হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে হুমকি দিয়ে বলা হয়,মন্নাফী সাহেব,আজকে আপনাকে একটা মেসেজ দিতে চাই,আর এটাই আপনার জীবনের শেষ মেসেজ। যদিও আপনাকে আরো কয়েকদিন আগেই মেসেজটা দেওয়ার প্লান ছিলো কিন্তু দেনদরবারে মিলেনি।।
আপনাকে চিরতরে শেষ করেদিতে আমার কাছে হুমুক করেছে জৈনেক ব্যক্তি,যদিও কিছুদিন ধরে ওনি চুপ ছিলো। আমরা প্রফেশনাল কিলার টিম,আমরা টাকার বিনিময়ে কাজ করি। আপনি আমাদের টার্গেটে আছেন, আপনাকে শেষ করে দিতে অনেক বিগ প্লান তৈরি করেছি যা কেউ ঠেকাতে পারবে না। আমরা জানি এ মেসেজ পাবার পর আইনের সহায়তায় যাবেন,বলে রাখি কোনো লাভ হবেনা। আপনাকে আমরা মেসেজ দেবার কারণ হলো,আপনাকে শেষ করেদিতে আমাদের যে অর্থ দিবে তার দ্বিগুণ আপনি আমাদের দিবেন,তাহলে আমরা আপনাকে কিছুই করবো না,বরং আপনার বিরুদ্ধে কে এটা করলো,আপনি অর্থ পাঠানোর পর আপনাকে তথ্য প্রমাণ সহ অডিও ভিডিও নিয়ে আপনার কাছে হাজির হবো। আপনি তখন চাইলে নিরবে আমাদের কাজে লাগাতে পারেন। আর আপনি যদি অন্যকিছু ভেবে থাকেন যে, আপনি ওভার নিরাপত্তা নিবেন,আইনের সহায়তা নিবেন এরকম কিছু ভেবে থাকলে এটাই হবে আপনার জীবনের সবথেকে বড় ভুল,আমরা সাকসেন না হওয়া পর্যন্ত লেগে থাকি সময় যা লাগে লাগুক। আপনার এটা করা ছাড়া আর কোনো অপশন নেই। আপনাকে কখনো সেকেন্ড টাইম নক দেওয়া হবেনা। আপনি আমাদের ৬ টা বিটকয়েন কিনে পাঠাবেন,কোনো আইটির সহায়তা নিয়ে কিনতে পারেন। আপনাকে ৭ দিনের মাঝেই এটা পাঠাতে হবে অন্যথায় আমরা আমাদের মিশন শুরু করে দিতে বাধ্য হবো।,
বিটকয়েন পাঠানোর এড্রেস দেওয়া হলো।
ডিসি ইকবাল বলেন,এই ঘটনায় আওয়ামী লীগ নেতা ওয়ারি থানায় সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। মামলার তদন্তে নেমে হুমকি দাতাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার জাহাঙ্গীর আলম (২৯) নিজেকে রয়েল ইউনিভার্সিটির সিএসসি বিভাগের শিক্ষার্থী দাবি করেছে। সে অবৈধভাবে বিট কয়েনের ব্যবসার সঙ্গে জড়িত।
ডিসি ওয়ারী বলেন,হত্যার হুমকি দিয়ে এমন আরও বেশ কয়েকজনকে একই বার্তা পাঠিয়েছে জাহাঙ্গীর। প্রতিটি বিট কয়েনের দাদা ৬৬ হাজার ৩৬৩ ডলার বা ৭২ লাখ ৪৮ হাজার টাকা। সে হিসেবে ৬টি বিট কয়েনের দাম প্রায় ৪ কোটি ৩৫ লাখ টাকা। একই হত্যার হুমকি পেয়েছেন সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি এবং অর্থ মন্ত্রণালয়ের পিএসসহ ৬ জন। তবে কারো কাছ থেকে টাকা আদায় করতে পারে নি গ্রেফতার হওয়া জাহাঙ্গীর।
ডিআই/এসকে