
দিনাজপুর জেলার বিরামপুরে সুমাইয়া আক্তার (১৬) নামের এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
রবিবার (২৯ অক্টোবর) দিবাগত ভোর রাতে বিরামপুর পৌর শহরের দেবীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সুমাইয়া আক্তার (১৫) বিরামপুর পৌর শহরের দেবীপুর গ্রামের বেলাল হোসেনের মেয়ে।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, কিশোরী সুমাইয়া আক্তার (১৫) দেবীপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। কিশোরীর ‘মা’ মারা যাওয়ার পর সে মানসিক ভাবে ভেঙ্গে পড়ে এবং ওই কিশোরী মানসিক ভারসম্যহীন ছিল। একপর্যায়ে সোমবারে (৩০ অক্টোবর) ভোরে পরিবারের সদস্যদের অজান্তে নিজ ঘরে ফ্যানের সঙ্গে নিজের ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ওই কিশোরী আত্মহত্যা করে।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ওই কিশোরী মানসিক ভারসম্যহীন ছিলেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।