ঢাকা, শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মসজিদের জমি দখল ও কবরস্থানের জমি বিক্রির প্রতিবাদে মানববন্ধন
আগামী মাসে প্রতিটি ওয়ার্ডে ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে:ডিএনসিসি প্রশাসক
আমতলীতে আ’লীগ সভাপতির ইসলামী আন্দোলনের সদস্য ফরম পূরন
নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের ৬ সদস্য গ্রেফতার
নান্দাইলে ৫০বছর যাবত সম্পত্তি থেকে বঞ্চিত অসহায় পরিবার
কুয়াকাটায় চলছে ৩দিন ব্যাপী রাখাইনদের ঐতিহ্যবাহী সাংগ্রাই জলকেলি উৎসব
বিরামপুরে ওপেন হাউস ডে অনুষ্ঠিত
আত্রাইয়ে সামাজিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় সুধী সমাবেশ
৪ বিয়ে করে বিপাকে বৃদ্ধ: স্ত্রীর মামলায় থানায় এসে স্বরাষ্ট্র উপদেষ্টার মুখোমুখি বৃদ্ধ
ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজ চত্বরে বিএনপির যৌথ সভা
শৈলকুপা বি‌সিএস অ‌ফিসার্স ফোরা‌মের বা‌র্ষিক সাধারণ সভা ও ঈদ পুন‌র্মিলন
আ.লীগের মিছিল প্রসঙ্গে পুলিশের উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা, কন্ট্রোল করতে না পারলেই ব্যবস্থা
চার থানা পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা
কালিগঞ্জে মুকুন্দপুর দারুস সুন্নাত মাদ্রাসায় ১১জন হাফেজকে পাগড়ি প্রদান
বোদায় বিএনপি দলকে চাঙা করতে তৃণমূলে সাংগঠনিক কার্যক্রম বাড়ছে

হলি আর্টিসান হামলা নিয়ে যা বললো র‍্যাবের মুখপাত্র

রাজধানীর গুলশানের হলি আর্টিসান বেকারিতে জঙ্গি হামলা ও নৃশংস হত্যাযজ্ঞের ঘটনায় করা মামলায় সাত জঙ্গি সদস্যের মৃত্যুদণ্ড কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (৩০ অক্টোবর) হাইকোর্টের বিচারপতি সহিদুল করিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

আদালতের রায়ের পর নৃশংস ওই হামলার বিষয়ে একটি ভিডিও বার্তা দিয়েছেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন।

খন্দকার মঈন বলেন, ২০১৬ সালের ১ জুলাই গুলশানের হলি আর্টিসান বেকারিতে নৃশংস জঙ্গি হামলা সংগঠিত হয়। একদল বিপথগামী জঙ্গি সাধারণ মানুষকে জিম্মি করে এবং বিদেশি নাগরিকসহ ২০ জনকে নির্মমভাবে হত্যা করে। র‍্যাব তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক পরিস্থতি নিয়ন্ত্রণে সামনে থেকে নেতৃত্ব দেয় এবং মূল অভিযান তৈরির ক্ষেত্র প্রস্তুত করে। পরে যৌথ অভিযানে ঘটনাস্থলে হামলাকারী পাঁচ জঙ্গি নিহত হন।

তিনি বলেন, হলি আর্টিসান হামলার মূল পরিকল্পনাকারী, অর্থ ও অস্ত্র জোগানদাতাদের আইনের আওতায় আনতে র‍্যাব কার্যক্রম শুরু করে। ২০১৬ সালের অক্টোবরে র‍্যাবের একটি অভিযানে তৎকালীন জেএমবির প্রধান ও হলি আর্টিসান হামলার মূল পরিকল্পনাকারী সরোয়ার জাহান পালাতে গিয়ে ছাদ থেকে লাফিয়ে পড়ে নিহত হন। ২০১৯ সালের ১৯ জানুয়ারি র‍্যাবের অভিযানে গ্রেফতার হন জেএমবির সূরা সদস্য এবং হলি আর্টিসান হামলাকারী জঙ্গিদের অর্থায়ন, অস্ত্র ও বিস্ফোরক সরবরাহকারী মামুনুর রশীদ ওরফে রিপন।

খন্দকার আল মঈন বলেন, আজ হাইকোর্ট মামুনুর রশীদকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করেন। ২০১৯ সালের ২৫ জানুয়ারি র‍্যাবের আরেকটি অভিযানে গ্রেফতার হন শীর্ষ জঙ্গি নেতা শরিফুল ইসলাম ওরফে খালিদ। তিনি হামলাকারীদের প্রশিক্ষণ প্রদান ও প্রশিক্ষণ পরবর্তী হামলাকারীদের নির্বাচনের মূল ভূমিকা পালন করেন। আজ তাকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করা হয়।

এছাড়াও র‍্যাবের অভিযানেই বন্ধ হয় হলি আর্টিসানের বীভৎস ছবি তাৎক্ষণিক প্রচার করা ‘আত-তামকীন’ ওয়েবসাইট এবং ওয়েবসাইটটির অ্যাডমিনসহ হামলায় জড়িত অনেককে গ্রেফতার করা হয়েছিল। তাদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে বলেও জানান তিনি।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ