
“টিআর-কাবিখা খেতে নয়, জনসেবা করতে এসেছি”।কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের এমপি গবা পান্ডে সোমবার “থেতরাই আব্দুল জব্বার কলেজ-” এর নতুন ভবনের উদ্বোধন উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, উলিপুরে কোন গ্রামীন সড়ক কাঁচা থাকবে না পর্যায়ক্রমে সকল সড়ক পাঁকা করে দেয়া হবে। আমার সাথে দেখা করতে কাউকে ধরতে হবে না। আমি সহযোগিতা চাই। উপজেলার ‘থেতরাই আব্দুল জব্বার কলেজ- এর সভাপতি সাংবাদিক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও অধ্যক্ষ মাহবুবুর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামিলীগের সাধারণত সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, হাফিজুর রহমান সেলিম প্রমূখ। সভায় বক্তাগণ, বৃহত্তম রংপুরে মন্ত্রী না থাকায়, মাননীয় প্রধানমন্ত্রীর নিকট একজন মন্ত্রী’র দাবী জানান।