ডেস্ক রিপোর্ট : আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আজ বুধবার থেকে বিশেষ ট্রেন যাত্রা শুরু হয়েছে। কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেন আজ বুধবার সকাল ৬টা ১৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও ৫ মিনিট বিলম্বে ট্রেনটি ছেড়ে যায়। তবে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি কিছুটা বিলম্বে ছেড়ে যায়। এছাড়া সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনটি ৪ মিনিট বিলম্বে ৬টা ৩৪ মিনিটে ১ নম্বর প্লাটফর্ম থেকে ঢাকা ছেড়ে গেছে।
ঢাকা রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, প্ল্যাটফর্ম এলাকায় যেন কোনো টিকিটবিহীন ব্যক্তি প্রবেশ করতে না পারে সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। যার ফলে ঢাকা স্টেশনের প্ল্যাটফর্ম এলাকায় অবাঞ্ছিত কোনো মানুষ সহজে প্রবেশ করতে পারবে না। এত করে প্লাটফর্ম চত্বরের পরিবেশ ভালো রয়েছে।
এদিকে যাত্রীদের সার্বিক নিরাপত্তা দিতে প্লাটফর্ম এলাকায় প্রবেশের মুখে র্যাব, পুলিশ এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। প্লাটফর্মে প্রবেশের মুখে ট্রাভেলিং টিকিট এক্সামিনারা (টিটিই) অবস্থান করছেন। তারা যাত্রীদের টিকিটের সঙ্গে এনআইডি মিলিয়ে দেখার কাজটি করছেন। যাদের টিকিট নেই, তারা কাউন্টারে গিয়ে দাঁড়িয়ে যাওয়ার টিকিট সংগ্রহ করছেন। তারপর যাত্রীরা পরিচ্ছন্ন একটি পরিবেশের মধ্য দিয়ে প্ল্যাটফর্ম হয়ে নির্দিষ্ট গন্তব্যের ট্রেনে উঠছেন।
ঈদ উপলক্ষে এবার ঢাকা থেকে বহির্গামী আসন সংখ্যা ৩৩ হাজার ৫০০টি। এসব আসন গত ২৪ থেকে ৩০ মার্চ পর্যন্ত শতভাগ অনলাইনে বিক্রি করা হয়েছে। এছাড়া আজ থেকে ঈদ পরবর্তী ফিরতি টিকিট বিক্রি শুরু হবে। সকাল ৮টায় বিক্রি শুরু হয় পশ্চিমাঞ্চলের টিকিট। আর দুপুর ২টায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের টিকিট।