ঢাকা, শুক্রবার, ২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
একমাত্র ইসলামী শাসকই পারে দেশে শান্তি ফিরিয়ে আনতে: এডভোকেট মাহফুজুল হক
তিতাস নদীতে অভিযান, সাড়ে চার হাজার মিটার রিং জাল ধ্বংস
নওগাঁয় এসপি’র বডিগার্ড পরিচয়ে চাঁদাবাজি গ্রেফতার-১
তারেক রহমানের পক্ষ থেকে নেছারাবাদ বিএনপি’র ঈদ উপহার বিতরণ
পিরোজপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
আত্রাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মর্মান্তিক মৃত্যু
নড়াইলে জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের দীর্ঘায়ু কামনা করে ইফতার ও দোয়া মাহফিল
নলতায় এমজে এফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে ঈদ উপহার বিতরণ
নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে মহাখালী বাস টার্মিনালে বিশেষ অভিযান
কালিগঞ্জ বিষ্ণুপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায়  হতদরিদ্র ব্যক্তিদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
হাজীর হাট হামিদিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন ফরহাদ
গৃহযুদ্ধ-সরকার উৎখাতের ষড়যন্ত্র: শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা
ডাব পাড়তে ডেকে নিয়ে ভাতিজাকে হত্যা,চাচা আটক নিখোঁজের ২ দিন পর সেপটিক ট্যাংক থেকে স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার
যাত্রাবাড়ীতে ৪৬,৯০০ পিস ইয়াবাসহ তিন পেশাদার মাদক কারবারি গ্রেফতার
আত্রাইয়ে রূপসী নওগাঁ’র ঈদ উপহার পেলো শতাধিক অসহায় পরিবার

শ্রীনগরে সন্ত্রাসী হামলায় যুবক আহত

মুন্সিগঞ্জের শ্রীনগরে সন্ত্রাসীদের হামলায় শাকিল (২৪) নামে এক যুবক গুরুতর আহত হয়েছে। গত শনিবার (২৮ শে অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬ টার সময় উপজেলার ভাগ্যকূল ইউনিয়নের উত্তর কামারগাও বাইতুল নূর কবরস্থানের মেইন গেটের সামনে এ হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত শাকিল এর মা সাহিদা নাহার (৪৬) বাদী হয়ে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযোগ সূত্রে জানা যায়, কাঠালবাড়ী এলাকার মোঃ আজিজ এর ছেলে আহাদ মোল্লা(২২), সেলিম এর ছেলে ময়নুল (২৩), জাহিদের ছেলে জনি (১৯), আবুল মোল্লাএর ছেলে রাকিব (২৩), দীন ইসলামের ছেলে নিরব (২৩), মনু হাওলাদারের ছেলে সাবন (৩৬), আবুল কালামের ছেলে কাশেম (২৬), জামাত আলীর ছেলে আবির (২৫), সহ অজ্ঞাতনামা ১০/১২জন শাকিল এর উপর সন্ত্রাসী হামলায় চালায়।
২৮ শে অক্টোবর সন্ধ্যার দিকে শাকিল ও প্রতিবেশী আরমান উত্তর কামারগাও বাইতুল নূর কবরস্থানের ভিতরে নতুন আরসিসি রাস্তায় পানি দিতে যাওয়ার সময় কবরস্থানে মেইন গেটের সামনে পৌঁছালে বিবাদীগণ পূর্ব পরিকল্পিত ভাবে দলবদ্ধ হইয়া শাকিল ও আরমানের পথরোধ করে। তখন বিবাদী নিবর এর হুকুমে বিবাদী আহাদ মোল্লা তাহার হাতে থাকা ধারালো চাপাতি দিয়া হত্যার উদ্দেশ্যে শাকিল এর মাথায় কোপ মারে। উক্ত কোপ শাকিলের মাথায় লেগে গুরুতর রক্তাক্ত জখম হয়। বিবাদী ময়নুল ও জনি তাহাদের হাতে থাকা বাঁশের লাঠি ও গাছের ডাল দিয়া এলোপাথারী ভাবে মারপিট করিয়া শরীরের বিভিন্নস্থানে নীলা ফুলা জখম করে। শাকিলের ডাক চিৎকার শুনে প্রতিবেশী আরমান আগাইয়া আসলে বিবাদী রাকিব, নিরব, সাবন ও কাশেমগণ তাহাদের হাতে থাকা বাঁশের লাঠি, কাঁঠের বাটাম দিয়া এলোপাথারী ভাবে মারপিট করিয়া দ্রুত ঘটনাস্থ ত্যাগ করে। বিবাদী রাকিব শাকিল এর গলায় থাকা ১২ আনা ওজনরে স্বর্নের চেইন, মূল্য অনুমান ৬০০০০/- টাকা নিয়া নেয়। শাকিল ও প্রতিবেশী আরমানের ডাকচিৎকারে আশে পাশের লোকজন আগাইয়া আসিয়া বিবাদীগণদের হাত থেকে উদ্ধার করে।
গুরুতর অসুস্থ্য হওয়ায় লোকজন তাৎক্ষনিক ভাবে চিকিৎসার জন্য শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া ভর্তি করে এবং লোকজন আরমানকে স্থানীয় পল্লিচিকিৎসকের নিকটে নিয়া চিকিৎসা সেবা প্রদান করে। শাকিল বর্তমানে গুরুতর অসুস্থ্য অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছে।
এ বিষয়ে ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য রতন শাহ্ বলেন, আমি একটি বিচারে ছিলাম পরে খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে শাকিলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যেতে বলি। কাঠালবাড়ী এলাকার মোল্লাবাড়ির ছেলেপেলেরা আক্রমণ করেছে এ ব্যাপারে শ্রীনগর থানায় অভিযোগ হয়েছে।
এ ব্যাপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল্লাহ আল তায়েবীর বলেন, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুনঃ