উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান কড়িগ্রামের ভুরুঙ্গামারী ফাজিল মাদ্রাসার উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিলে আয়োজন করা হয়। আজ ২ এপ্রিল অত্র মাদ্রাসা অধ্যক্ষ মুফতি মাওলানা মোহাম্মদ আলতাফ হোসাইনের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে অত্র অঞ্চলের বিভিন্ন গণমান্য ব্যক্তিবর্গ, ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দ ও অত্র প্রতিষ্ঠানের বর্তমান ও সাবেক শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন।উক্ত অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন বাউসমারী ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ সাবেত আলী।