পটুয়াখালী জেলার দুমকি উপজেলার বিভিন্ন হাট বাজারের মত উপজেলা সদরের পীরতলা বাজারে সড়কের পাশে যত্রতত্র দোকান ঘর উঠিয়ে যানজটের সৃষ্টি ও চলাচলে বিঘ্ন সৃষ্টি করে চলেছেন।
বিভিন্ন সূত্র জানায়, দুমকির পীরতলা বাজারে ইউনিয়ন পরিষদের সড়কে জমিতে বিনা অনুমতিতে হঠা হঠা দিনে ও রাতে বিভিন্ন সড়কে নতুন নতুন দোকান ঘর উঠিয়ে সড়কের পাশে জনচলাচলে বিঘ্ন ও যানজটের সৃষ্টি হচ্ছে।
শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আজাহার আলী মৃধা জরুরী কাজে ঢাকা থাকায় এ বেআইনী কাজগুলি করে চলেছেন অসাধু চক্র। পীরতলা বাজারের নামে কোন জমি নেই। তার পরেও বা সরিক কয়েক লক্ষ টাকার বাজার ডাক হয়। কিন্তু বাজারে কোন উন্নয়ন হয় না। যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।
পথচারীদের চলাচলেও মারাত্মক অসুবিধা হয়। এগুলো দেখার সংশ্লিষ্টরা নিরব র্দশকের ভূমিকা পালন করছে। অন্যদিকে সরকারী জমি বেহাত হয়ে যাচ্ছে। জনচলাচলের সরু সড়কগুলি দোকান উঠিয়ে চাপিয়ে ছোট করছে।
যাতে করে স্কুল কলেজ গামী শির্ক্ষাথীরা হাটাচলায় বাধার সম্মুখিন হচ্ছে। ভুক্তভুগীরা জানান, সড়ক থেকে দোকান গুলি উঠিয়ে দিলে যানজট সৃষ্টি হবেনা। স্কুল কলেজ গামী শির্ক্ষাথীদেরও চলাচলের বাধা ও ভোগান্তির
সৃষ্টি হবে না।